ট্রাক-ট্রেলারের ভয়ঙ্কর সংঘর্ষে মৃত 6 মাসের শিশু-সহ 13 জন, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাত তখন গভীর ৷ রবিবার ছত্তিশগড়ের রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁওয়ের কাছে ভয়ানক আওয়াজ ৷ স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন যাত্রীরা ৷ তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহত হয়েছেন অন্তত 11 জন ৷ মৃতদের মধ্যে রয়েছে এক ছ’মাসের শিশু ও 9 জন মহিলা-সহ 13 জন ৷ কোনওরকমে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা ৷

গতকাল মাঝরাতের এই ভয়াবহ পথ দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশও ৷ জানা গিয়েছে, চাতৌদ গ্রামের একটি পরিবার তাদের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বানসারি গ্রামে গিয়েছিলেন । সেখান থেকে ছত্তিশগড়ের রায়পুরে ফিরছিলেন ৷ সেইসময় খারোরা থানা এলাকার সারাগাঁওয়ের কাছে যাত্রীদের ট্রাকটির সঙ্গে ট্রেলারের সংঘর্ষ হয় ৷ আহতদের চিকিৎসার জন্য রায়পুরের ভীমরাও আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। হতাহতরা সকলেই ছাতাউড় গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

রায়পুরের জেলা কালেক্টর গৌরব সিং বলেন, “জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল দেহগুলি ৷ আরও কয়েকজন চাপা পড়েন গাড়ির নীচে। পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 13 জন নিহত এবং 11 জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ এবং স্থানীয়রা তাঁদের উদ্ধার করে।” জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কালেক্টর।

এনিয়ে এলাকার বিজেপি বিধায়ক অনুজ শর্মা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি একটি হৃদয়বিদারক ঘটনা। ট্রেলার এবং যাত্রীবাহী ট্রাকের সংঘর্ষে অনেকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারকে যথাযথ চিকিৎসা এবং সহায়তা নিশ্চিত করছি ৷”

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে দুঃসংবাদ। জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন