ঘাড় দিয়ে ডিম পাড়ল এই প্রাণি, আজব দৃশ্যে হতবাক বিশ্ব

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ প্রাণিটি হারাতে বসেছে পৃথিবী থেকে। তাদের যে করেই হোক রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন বিশেষজ্ঞেরা। এজন্য কৃত্রিমভাবে ঠান্ডা জায়গায় তাদের রাখা হয়েছে। সেখানে যাতে তারা বংশবৃদ্ধি করতে পারে সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।

২০ বছর ধরে এই প্রাণিকে রক্ষার চেষ্টা চলছে। যারা তাদের ঘাড় দিয়ে ডিম পাড়ে। ডিমটি দেখে মনে হবে যেন একটা ছোট মুরগির ডিম। তারা যে ঘাড় দিয়ে ডিম পাড়ে তা সকলের কাছে পরিস্কার করে দিল একটি ছবি। যা রক্ষায় নিযুক্ত সংরক্ষণ কর্মীর ক্যামেরায় ধরা পড়েছে।

প্রাণিটি একটি বিশেষ ধরনের শামুক। শামুক বলতে যে চেহারার প্রাণি চোখের সামনে ভেসে ওঠে এই পাওলিফান্টা অগাস্টা প্রজাতির শামুক তার চেয়ে চেহারায় অনেকটাই বড় হয়।

নিউজিল্যান্ডে এদের পাওয়া যায়। তবে এরা অতি বিরল প্রজাতির মধ্যে পড়ে। কার্যত তারা যাতে বিলুপ্ত হয়ে না পড়ে সেজন্য নিউজিল্যান্ডের প্রাণি সংরক্ষণ বিভাগ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

যার ফল হয়তো এই ডিম পাড়ার দৃশ্য। তবে যেটা সকলকে অবাক করেছে সেটা হল এর ঘাড় দিয়ে ডিম পাড়া। প্রাণিরা সাধারণভাবে দেহের যে অংশ দিয়ে ডিম পাড়ে এটি তার থেকে একদম আলাদা।

ঘাড় দিয়েও যে ডিম পাড়া যেতে পারে তা এই প্রাণিটিকে না দেখলে হয়তো বিশ্বের সাধারণ মানুষের বিশ্বাসই হতনা। নিউজিল্যান্ডের প্রাণি সংরক্ষণ বিভাগ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগও করে নিয়েছে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে দুঃসংবাদ। জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন