‘আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে’, ডিজিএমও বৈঠকের আগে ভারতীয় সেনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। পাক সেনার বিরুদ্ধে নয়।’ সোমবার সাংবাদিক বৈঠকে (Indian Army Press Conference) এমনটা জানালেন এয়ার মার্শাল একে ভারতী। তিনি বলেন, ‘৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের (Pakistan) ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে ভারতীয় সেনা। পাক সেনা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল। আমরা তার জবাব দিয়েছি।’ পাকিস্তানের যা কিছু ক্ষতি হয়েছে, তার জন্য তারাই দায়ী বলে জানান তিনি।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

এদিন ১২টার বদলে বিকেল ৫টায় দু’দেশের ডিজিএমও বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘পাক বিমানের হামলা, ক্ষেপনাস্ত্র, চিনা ড্রোন রুখে দিয়েছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর যেহেতু আমরা নিজেদের সীমায় বসেই করেছিলাম, তাই আমরা আন্দাজ করেছিলাম পাক সেনাও একই কাজ করবে। আমরা আগেভাগেই এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করে রেখেছিলাম। ওদের কোনও সুযোগই ছিল না এই দুর্ভেদ্য ডিফেন্সকে ভেদ করে আমাদের সেনা ঘাঁটিতে হামলা করার।’

পাকিস্তান এয়ার বেসের ধ্বংসের ছবি বৈঠকে ফের তুলে ধরলেন এয়ার মার্শাল একে ভারতী। ভারতীয় সেনায় জানায়, ‘বিএসএফ আমাদের এই তিন বাহিনীর পরিকল্পনা মতোই দারুণ কাজ করেছে। শুধু বায়ুসেনাই নয়, সমুদ্রেও একাধিক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে নৌ সেনা। তুরস্কের ড্রোন হোক বা অন্য যে কোনও জায়গার, সবকিছুই আমাদের এয়ার ডিফেন্সের সামনে ধূলিসাৎ। পাকিস্তান প্রচুর মিথ্যে ন্যারেটিভ ছড়াচ্ছে।’ কত সেনা বা কত বিমান ব্যবহার হয়েছে এই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়, এটা সেনার জন্য গোপনীয় বলে জানিয়েছে সেনা।

ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, ‘গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের চরিত্র বদলেছে। এখন সাধারণ মানুষকে নিশানা করে জঙ্গিরা। পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকা প্রশংসনীয়।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন