আমেরিকা-চিন শুল্কযুদ্ধে ৯০ দিনের ‘বিরতি’ ! করের বোঝা কমাতে রাজি দু’পক্ষই

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- দীর্ঘ আলোচনার পর অবশেষে সাময়িক বিরতি (Pause) আমেরিকা ও চিনের শুল্কযুদ্ধে (US-China Tariff War)। আগামী ৯০ দিনের জন্য দুই দেশই পারস্পরিক শুল্ক ১১৫ শতাংশ কমাতে রাজি হয়েছে। গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় (Geneva) দফায় দফায় আলোচনা হয়েছে মার্কিন ও চিনের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই শুল্কযুদ্ধের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও চলতি বছর শুরুর দিকে চিনা পণ্যের উপর প্রথমে ২০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। পরবর্তীতে অন্যান্য দেশগুলির সঙ্গে ফের চিনের উপর পারস্পরিক শুল্ক চাপান ট্রাম্প। এরপর চিন আমেরিকার পণ্যে পালটা শুল্ক চাপালে ট্রাম্প আরও শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা। ট্রাম্প পরে অন্য দেশগুলির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখলেও সেই তালিকায় ছিল না চিন। এরপরই দফায় দফায় একে অপরের পণ্যের উপর শুল্ক চাপানোর জেরে আমেরিকায় চিনা পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ১৪৫ শতাংশ। অন্যদিকে, চিনে আমেরিকার পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ১২৫ শতাংশ।

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

চিন ও আমেরিকার এই শুল্কযুদ্ধের প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ব অর্থনীতি। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বুঝে গত শনিবার জেনেভায় বৈঠকে বসে দুই পক্ষ। বৈঠকে আমেরিকার হয়ে উপস্থিত ছিলেন রাজস্ব সচিব স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চিনের হয়ে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিনিধি হি লিফেং। এরপরই সেই বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করা হল সোমবার। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৯০ দিনের জন্য আমেরিকা চিনের পণ্যের উপর ১৪৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ শুল্ক চাপাবে। চিনও আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ শুল্ক নেবে।

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন