Bangla News Dunia, Pallab : ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বড় ঘোষণা। সোমবার অর্থাৎ আজ রাত ৮ টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বার্তা দেবেন নমো? অপেক্ষায় গোটা দেশ।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
শনিবার সন্ধ্যে ৬ টা নাগাদ ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি ঘোষণা করেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কথা। একই কথা সংবাদমাধ্যমের সামনে জানায় পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)- ভারতের ডিজিএমও কাছে সংঘর্ষ থামানোর জন্য অনুরোধ করেছিলেন বলেই কথা রেখেছে ভারত, এমনটা সংবাদ মাধ্যমের সামনে জানান বিদেশসচিব। এরপর মাত্র তিন ঘণ্টার জন্য যুদ্ধ বিরতির নিয়ম মানে পাকিস্তান। ওইদিন রাতের দিকে আবারও ভারতের ওপর আক্রমণ শুরু করে। সবটা শক্ত হাতে প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী।
এই পরিস্থিতিতে সোমবার দুপুর ১২ টা নাগাদ দু’দেশের ডিজিএমও-র মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় বিকেল ৫ টায়। এদিকে এই বৈঠক শুরু হওয়ার আগেই বড় ঘোষণা। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন