Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি আগামী ১৪ই মে, ২০২৫ (বুধবার) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২টোয় এই শুনানি শুরু হওয়ার কথা। তবে, শুনানির সময়সীমা নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে, যা কর্মচারী মহলে জল্পনা বাড়িয়েছে।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
মামলার সাম্প্রতিক পরিস্থিতি ও বেঞ্চ পরিবর্তন
সম্প্রতি এই মামলার জন্য গঠিত বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে। মামলাটি বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, পূর্বেও এই বেঞ্চেই মামলাটি বিচারাধীন ছিল, মাঝে একটি তিন বিচারপতির বেঞ্চে গেলেও তা আবার আগের বেঞ্চে ফিরে এসেছে। এই পরিবর্তন মামলার গতিপ্রকৃতিতে কেমন প্রভাব ফেলবে, তা ভবিষ্যৎই বলবে।
শুনানির জন্য নির্ধারিত সময়: ৫৫ মিনিটের জল্পনা
বিভিন্ন সূত্র অনুযায়ী, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৪ই মে দুপুর ২টোয় শুনানি শুরু হলেও বিচারপতিদের হাতে আনুমানিক ৫৫ মিনিট সময় থাকতে পারে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিচারপতি সঞ্জয় ক্যারল দুপুর ৩টে থেকে অন্য একটি বিশেষ বেঞ্চে মামলার শুনানিতে অংশ নেবেন।
কনফেডারেশনের নেতৃত্ব অবশ্য মনে করছেন, মামলার নিষ্পত্তির জন্য এই সময় যথেষ্ট। তাঁদের মতে, পুরো শুনানি শেষ হতে ২০-২৫ মিনিট সময় লাগতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলায় এর আগেও বহুবার শুনানির দিন পিছিয়েছে, যা স্বাভাবিকভাবেই কর্মচারী মহলে হতাশার সৃষ্টি করেছে।