Bangla News Dunia, Pallab : বিহারের (Bihar) মোতিহারি থেকে কুখ্যাত খলিস্তানি জঙ্গিকে (Khalistani Terrorist) গ্রেপ্তার করল এনআইএ (NIA) ও জেলা পুলিশ। ধৃতের নাম কাশ্মীর সিং ওরফে গলবদ্দি ওরফে বলবীর সিং। এই পলাতক জঙ্গির মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। জানা গেছে, কাশ্মীর সিংয়ের বিরুদ্ধে মূলত খলিস্তানি জঙ্গিদের নানা রকম পরিকাঠামোগত সমর্থন দেওয়া, এদের জন্য অর্থ সংগ্রহ, আশ্রয়ের ব্যবস্থা করার অভিযোগ রয়েছে। খলিস্তানি জঙ্গিদের হয়ে অন্য জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার কাজও করত সে। ধৃতের বাড়ি পঞ্জাবের লুধিয়ানায়।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
পঞ্জাবের পাতিয়ালার নাভাতে ২০১৬ সালের ২৭ নভেম্বর ২৪ জন সশস্ত্র ব্যক্তি জেলে হামলা চালায়। গার্ডদের থেকে অস্ত্র ছিনিয়ে সেদিন মোট ৬ কুখ্যাত দুষ্কৃতীকে জেল থেকে নিয়ে পালায় হামলাকারীরা। যে ৬ জন সেদিন জেল ভেঙে পালিয়েছিল তারমধ্যে ছিল খলিস্তানি জঙ্গি কাশ্মীর সিং। রবিবার রাতে বিশেষ অভিযানে মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত নেপালে থেকে অবৈধ কাজকর্ম চালাতো বলে জানা গেছে। আর নেপালে বিকেআই (বব্বর খালসা ইন্টারন্যাশনাল) ও রিন্দা জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক পরিচালনা করত। এছাড়াও ধৃতের বিরুদ্ধে কাশ্মীরের জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগাযোগ প্রমাণিত হয়েছে। ধৃত নেপাল থেকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক সামগ্রী পাঠাতো বলে সূত্রের খবর। এছাড়া হাওয়ালা মারফত টাকার লেনদেন চালাত। সম্প্রতি সে নেপাল থেকে বিহারের মোতিহারিতে আশ্রয় নিয়ে বড় কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল।
সূত্র মারফত তা জানতে পেরেই এনআইএ সুনির্দিষ্ট ঠিকানায় হানা দিয়ে কাশ্মীর সিংকে গ্রেপ্তার করে রাতেই বিশেষ বিমানে দিল্লি নিয়ে যায়। এই অভিযান নিয়ে বিহারের মোতিহারি জেলার পুলিশ কিছু জানাতে চায়নি। তবে এনআইএর তরফে বিবৃতি দিয়ে গ্রেপ্তারের কথা স্বীকার করা হয়েছে।