প্রেমিকের সাহায্যে ছেলেকে টুকরো টুকরো করে কাটল মা ! শিউরে ওঠার মতো ঘটনা গুয়াহাটিতে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- প্রেমিকের সাহায্য নিয়ে ১০ বছরের সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অসমের ঘটনা। মৃতের নাম মৃন্ময় বর্মন। সে নবোদয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। রবিবার গুয়াহাটিতে একটি স্যুটকেসের ভেতরে তার দেহ উদ্ধার হয়। অভিযুক্ত দিপালী রাজবংশী এবং তাঁর প্রেমিক জ্যোতিময় হালোইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন দপ্তরের অফিসের কাছে নির্জন রাস্তায় একটি স্যুটকেস পড়েছিল। তাতে রক্ত দেখে সন্দেহ হয় এক সাফাইকর্মীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার হয় টুকরো টুকরো কাটা দেহ। ঘটনার পর মৃতের পরিবারের খোঁজ শুরু করে পুলিশ। সন্দেহের ভিত্তিতে আটক করা হয় দিপালী এবং তার প্রেমিক জ্যোতিময় হালোইকে।

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

দীপালি প্রথমে দাবি করেছিলেন, তাঁর ছেলে নিখোঁজ এবং এমনকি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। তবে, তাঁর বক্তব্যে অসংগতি থাকায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দুজন মৃন্ময়কে খুনের কথা স্বীকার করে নেন। পুলিশ অপরাধস্থল থেকে শিশুটির স্কুলব্যাগ উদ্ধার করেছে। ঘটনার পুনর্নির্মাণ হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন