দক্ষিণবঙ্গের ৫ জেলায় কালবৈশাখী ! উত্তরের আবহাওয়া কেমন ? জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ফের আবহাওয়ার বিরাট পরিবর্তন বঙ্গে।গত কয়েকদিন ধরেই রাজ্যে চলছে লাগাতার তাপপ্রবাহ। গরমে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। কিন্তু তার মাঝেই এল স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আজ অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় হবে কালবৈশাখী, কোথায় নামবে শিলাবৃষ্টি, আর কোন জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ—জেনে নিন বিস্তারিত আবহাওয়ার খবর।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: বৃষ্টি ও ঝড়ের নেপথ্য কারণ

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর জেরেই আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: তাপপ্রবাহ ও কালবৈশাখীর জোড়া চ্যালেঞ্জ

আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় পারদ ৪২ ডিগ্রি ছুঁইছুঁই।

তবে অন্যদিকে কিছু জেলায় থাকবে স্বস্তির বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে এইসব অঞ্চলে। ফলে গরমের হাত থেকে সাময়িক হলেও মুক্তি মিলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: গরম-বৃষ্টির দ্বৈত প্রভাব

উত্তরবঙ্গের আবহাওয়াও আজ অনেকটাই বৈচিত্র্যময়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপপ্রবাহ চলবে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টি সাধারণ মানুষের জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

আগামীকালের (বুধবার) আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়া জেলায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা। এইসব এলাকায় গরমের তীব্রতা বজায় থাকবে।

তবে একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলবে ঘণ্টায় ৫০ কিমি বেগে। উত্তরবঙ্গের মালদায় থাকবে তাপপ্রবাহ, আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন