পশ্চিমবঙ্গে SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় রাজ্যের রিভিউ পিটিশন নিয়ে বড় আপডেট সামনে এল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :  পশ্চিমবঙ্গ SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন করে আলোচনায় এসেছে রাজ্য সরকারের রিভিউ পিটিশন। কারণ আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নিতে চলেছে এবং নতুন বিচারপতি কার্যভার সামলাবেন। কিন্তু এই চাকরি বাতিল মামলা আবার বিবেচনা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিলো এবং সেই শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে হওয়ার কথা কিন্তু এবারে এই নিয়ে কবে শুনানি হবে টা ‘বিশ বাও জলে’ বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

SSC চাকরি বাতিল মামলায় নয়া মোড়

রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে, তা গ্রহণযোগ্য হবে কি না, সেই বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেয়নি সুপ্রিম কোর্ট, আদালত প্রথমে পর্যালোচনা করে দেখবে, পিটিশনের মধ্যে নতুন কোনো প্রাসঙ্গিক যুক্তি আছে কি না, যা আগে বিবেচনা করা হয়নি। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত নতুন নিয়োগ করার জন্য জানানো হয়েছে সরকারকে ও ততদিন পর্যন্ত যোগ্যরা টাকা পাবে।

SSC চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অপেক্ষা

যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের ভবিষ্যৎ এখন পুরোপুরি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, বহু চাকরি প্রার্থী ইতিমধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, ফলে এই মামলার ফলাফল তাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। রিভিউ পিটিশনে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, কোর্টের পূর্ববর্তী রায় কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় না নিয়েই দেওয়া হয়েছে। SSC র তরফ থেকেও জানানো হয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকলেও তা পুরো প্রক্রিয়াকে বাতিল করার মতো গুরুতর নয়।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনের কারণ

  • শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল মামলার মূল ভিত্তি।
  • CBI তদন্তের ভিত্তিতে বহু নথি ও সাক্ষ্য আদালতে জমা পড়ে, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
  • তাই পুরো ২৬ হাজার নিয়োগকেই অবৈধ ঘোষণা করে।

রিভিউ পিটিশনের ফলে কী হতে পারে?

পিটিশন মামলার পুনরায় শুনানি হলে কিছু চাকরি পুনর্বহাল হতে পারে, আর যদি পিটিশন খারিজ হয়ে যায়, তাহলে হাই কোর্টের পূর্ববর্তী রায় বহাল থাকবে এবং SSC র নিয়োগ বাতিলই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, রাজ্য সরকারের বক্তব্য, চাকরি প্রার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রিভিউ আবেদন করা হয়েছে, রাজনৈতিক মহলে এই মামলা নিয়ে চাপান উতোর চলছে। বিরোধীরা এই বিষয়কে দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরছে।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন

২৬ হাজার SSC চাকরি বাতিলের মামলায় রাজ্য রিভিউ আবেদন জানিয়েছে, চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে এই পিটিশনের ভাগ্যের উপর, রাজ্য ও বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক চাপ বাড়ছে। আগামী ২০২৬ এর ভোটের আগে এই নিয়ে কি রফা সুত্র বের হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে অনেকেই এবং ডিসেম্বরের পর কি চাকরি থাকবে কি থাকবে না সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন