Bangla News Dunia, Pallab : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩ লস্কর-ই-তৈবা জঙ্গি। গুলির লড়াই এখনও চলছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক জন লস্কর জঙ্গি শোপিয়ানের জিনপাথের কেলার এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন খবর পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালায় বাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এতে ৩ লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
পহলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। হামলায় যুক্তরা পাকিস্তানে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান। প্রত্যাঘাত হেনে পাকিস্তানের পঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এতে প্রায় ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লস্কর ও জইশের বেশ কয়েক জন শীর্ষ নেতা রয়েছে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার