তথ্য হাতাতে নয়া কৌশল পাক গুপ্তচরদের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পাকিস্তানের (India-Pakistan) জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ চালাচ্ছে ভারতীয় সেনা। সংঘাতের আবহে ওই অভিযান নিয়ে তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয় দিয়ে এদেশের সাংবাদিক ও সাধারণ মানুষকে ফোন করছে পাকিস্তানি গুপ্তচররা। সব নাগরিককে সতর্ক থাকার বার্তা দিয়ে সোমবার এ কথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এই ধরনের ফোন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এদেশের সাধারণ মানুষ, সাংবাদিকদের ফোনটি করা হচ্ছে। সেই নম্বর হল, ৭৩৪০৯২১৭০২। মোবাইলের ফোন নম্বর শনাক্তকরণকারী অ্যাপে নম্বরটিকে ‘ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট’ বলে দেখানো হচ্ছে। এই নিয়েই সতর্ক করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি করলেও অপারেশন সিঁদুর জারি রয়েছে বলে জানিয়েছেন বায়ু সেনা প্রধান। এবার তারা সতর্ক করে জানাল, এই অভিযান নিয়ে তথ্য চাইলে দেওয়া উচিত নয়। কারণ, পাকিস্তানি গুপ্তচরেরা ভারতীয় সেনা সেজে এই বিষয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন