Bangla News Dunia, Pallab : বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নবান্ন সূত্রে আসা একটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী তিন মাসের জন্য প্রতিটি জেলায় খাদ্যদ্রব্য মজুদ করে রাখতে হবে। যেকোনো আপাতকালীন পরিস্থিতিতে যেন মানুষ খাদ্যের সংকট না পরে, তার জন্য আগামী জুন, জুলাই ও আগস্ট মাসের জন্য রেশম গুদামে রাখা হবে আগাম মজুদ।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
ভার্চুয়াল বৈঠকে কথোপকথন
এদিকে রবিবার রাতে মুখ্য সচিব রাজ্য প্রশাসনের শীর্ষ দলদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন। আর সেখানে প্রতিটি জেলার খাদ্য মজুদ গুদাম ক্ষমতা এবং রেশনের রুটিন ডিস্ট্রিবিউশন পদ্ধতি নিয়ে বিস্তার আলোচনা করা হয়। তিনি বলেছেন, কোনও অবস্থাতেই খাদ্য ঘাটতি বরদাস্ত করবেন না।
সীমান্তে বাড়াতে হবে টহল
এদিকে পার্শ্ববর্তী সীমান্তে সশস্ত্র সংঘাত এবং সংঘর্ষের কথা মাথায় থেকে সীমান্তবর্তী এবং দুর্গম এলাকাগুলিতে বিশেষ নজরদারিও দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, সুন্দরবনের নৌপথে আইনশৃঙ্খলা এবং পরিবহন সুরক্ষায় পুলিশের টহল বাড়াতে হবে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ঘেরা জেলা বিভাগগুলোতেও ড্রোনের নজরদারি ও গ্রামে পুলিশ মোতায়েন করতে হবে।