Bangla News Dunia, দীনেশ : রেশন ব্যবস্থায় দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে এবার বিরাট উদ্যোগ নিল রাজ্য সরকার। জুন মাস থেকে শুরু হতে চলেছে নতুন স্মার্ট রেশন কার্ড, যা একদিকে রেশন কার্ডের কারচুপি রুখবে, আবার অন্যদিকে নাগরিকদের পরিষেবা করবে আরো সহজ ও নির্ভরযোগ্য। আর এই কার্ডের পরিষেবা মিলবে এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
কেন আনা হচ্ছে এই নতুন রেশন কার্ড?
রেশন কার্ড নিয়ে এতদিন যাবৎ বিভিন্ন সমস্যা, কারচুপি ইত্যাদি দেখা গিয়েছে। বহু গ্রাহক প্রতিদিন হয়রানির শিকার হন। আর সেই চিত্র বদলাতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। এই উদ্দেশ্য নিয়েই রাজ্যের খাদ্য, বেসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী নাদেন্ডলা মনোহর ঘোষণা করেছেন স্মার্ট রেশন কার্ড। এমনকি জুন মাস থেকেই এই কার্ড চালু করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকা
পুরনো কার্ড এবং নতুন কার্ডের মধ্যে তাহলে পার্থক্য কী থাকবে?
নতুন স্মার্ট রেশন কার্ড শুধুমাত্র প্লাস্টিকের কার্ড নয়, বরং এই কার্ডে থাকবে আধুনিক কিউআর কোড, যার মাধ্যমে শেষ ৬ মাসের রেশন বিতরণের হিসেব খুব সহজে দেখতে পাবেন। ফলে কারচুপি বা অতিরিক্ত খরচ আটকানো যাবে। এছাড়া প্রতিটি কার্ডে পরিবারের সদস্যের নাম স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে, যাতে পরিচয় সংক্রান্ত কোনো বিভ্রান্তিও না হয়।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
কী সুবিধা মিলবে এই স্মার্ট কার্ডে?
প্রথমত নতুন কার্ডের জন্য আবেদন করা যাবে। এমনকি পুরনো কার্ডে নতুন সদস্যরাও যোগ দিতে পারবে। শুধু তাই নয়, ঠিকানা পরিবর্তন করা যাবে। এমনকি রেশন গ্রহণের হিসাব দেখা যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেশন সংক্রান্ত পরিষেবাও পাওয়া যাবে।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন
হোয়াটসঅ্যাপে কীভাবে পরিষেবা পাবেন?
এই স্মার্ট পরিষেবাকে সহজ করে তুলতে হোয়াটসঅ্যাপের সাহায্য নিয়েছে এবার রাজ্য সরকার। ৯৫৫২৩০০০৯ নম্বরে শুধুমাত্র একবার হ্যালো লিখে পাঠালেই মিলবে রেশন সংক্রান্ত সমস্ত পরিষেবা।
তবে জানিয়ে রাখি, এই রেশনের নয়া প্রযুক্তির শুরু হয়েছে ৭ই মে থেকে এবং আবেদন করা যাবে আগামী একমাস পর্যন্ত। জুন মাস থেকে স্মার্ট রেশন কার্ডের মাধ্যমে রেশন বিতরণ করা হবে বলেই জানানো হয়েছে। এমনকি যারা ইতিমধ্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে নিয়েছেন, তাদের নতুন করে আবেদন করার আর প্রয়োজন নেই। তাদের স্মার্ট রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যাবে।