পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আগামী ১৪ই মে, ২০২৫ তারিখে ধার্য করা হয়েছে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। একই দিনে ভারতের প্রধান বিচারপতি পদে পরিবর্তনও এই মামলার প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
মামলার বিবরণ ও গুরুত্বপূর্ণ তথ্য:
- মামলার নম্বর ও পক্ষগণ: মামলাটি মূলত স্পেশাল লিভ পিটিশন (সিভিল) নং ২২৬২৮-৩০/২০২২ হিসেবে নথিভুক্ত। এই মামলায় আবেদনকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্য এবং অন্য পক্ষে রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, পশ্চিমবঙ্গ ও অন্যান্যরা। এর সাথে আরও কিছু অন্তর্বর্তীকালীন আবেদন (যেমন, অতিরিক্ত নথি জমা দেওয়ার আবেদন ও অন্তর্ভুক্তির আবেদন) যুক্ত রয়েছে।
- শুনানির তারিখ, সময় ও বেঞ্চ: সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী, ডিএ মামলাটি ১৪ই মে, ২০২৫, দুপুর ২টোয় শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। মামলাটি কোর্ট নম্বর ১৫-এ আইটেম নম্বর ৪০ হিসেবে উঠবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই শুনানি মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা।
- পূর্ববর্তী নির্দেশ ও ঘটনাক্রম:
- এর আগে ৭ই মে, ২০২৫ তারিখে মামলাটি উল্লিখিত হয়েছিল, যেখানে রাজ্যের পক্ষের সিনিয়র আইনজীবী ডঃ এ.এম. সিংভি সময় চেয়েছিলেন, যার বিরোধিতা করেছিলেন প্রতিবাদীদের আইনজীবীরা। এরপর উভয় পক্ষের সম্মতিতে ১৪ই মে শুনানির দিন ধার্য করা হয়।
- একটি পুরনো নির্দেশে (০৫.১২.২০২২) সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন দুটি আদালত অবমাননার মামলা (CPAN ৮৮২/২০২২ এবং CPAN ৮৮০/২০২২ ইন WPST ১০২/২০২০) এই মামলার নিষ্পত্তির আগে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল।
- প্রধান বিচারপতি পদে পরিবর্তন: উল্লেখযোগ্য যে, বর্তমান প্রধান বিচারপতি অবসর নেওয়ায়, মাননীয় বিচারপতি বি.আর. গাভাই ১৪ই মে থেকেই ভারতের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। যদিও এই নির্দিষ্ট ডিএ মামলাটি অন্য বেঞ্চে (বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্র) শুনানি হবে, প্রধান বিচারপতির পরিবর্তন বিচার বিভাগের সামগ্রিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
- মূল বিষয় ও প্রত্যাশা: এই মামলায় মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে শোনা হবে। বিভিন্ন কর্মচারী সংগঠন, যেমন ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের বক্তব্য ও তথ্য আদালতে পেশ করেছে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন।
- গ্রীষ্মকালীন অবকাশের পূর্বে নিষ্পত্তির আশা: আর মাত্র দুই সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হতে চলেছে। তাই কর্মচারীদের আশা, তার আগেই এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার একটি নিষ্পত্তি হবে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার