Bangla News Dunia, দীনেশ : ট্রাম্প বাণিজ্য বন্ধের চাপ দিতেই কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত? মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমন কোনও ধারণাকে উড়িয়ে দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির সঙ্গে বাণিজ্যের কোনও সম্পর্ক নেই। বিদেশ সচিব রণধীর আগরওয়াল বলেন, ‘৭ মে, অপারেশন সিঁদুরের শুরু থেকে ১০ মে, সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে লাগাতার কথা হয়েছে। তৎকালীন উদ্ভুত সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার। কিন্তু কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।’
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন
উল্লেখ্য শনিবার ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। তার ঠিক আগেই ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দেন, দুই দেশ যুদ্ধবিরতিতে যেতে সন্মত হয়েছে। এর জন্য দুই দেশের বাস্তবজ্ঞানকে ধন্যবাদও জানান তিনি। তবে এখানেই থামনেনি মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণের ঠিক আগে জানিয়ে দেন, দুই দেশকে বাণিজ্য বন্ধের চাপ দিয়ে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন তিনি। বুধবার সেই সমস্ত প্রশ্নের জবাব দিল বিদেশমন্ত্রক। জানিয়ে দিল, সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই। তবে মার্কিন নেতৃত্বের সঙ্গে ভারতীয় নেতৃত্বের দফায় দফায় আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত এও জানিয়েছে ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই আমেরিকার পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এমনকী, চিনের সঙ্গেও কথাবার্তা চালিয়ে এসেছে নয়াদিল্লি। অর্থাত আলাদা করে ট্রাম্পের ভূমিকাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি হয়নি ভারত। পাশাপাশি ট্রাম্পের কাশ্মীর নিয়ে মধ্যস্ততা করার ইচ্ছে প্রকাশ সম্পর্কে নয়াদিল্লির মত, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে। এনিয়ে তৃতীয় কারও মধ্যস্ততা মেনে নেবে না নয়াদিল্লি। পাকিস্তান চাইলে একমাত্র পিওকে ফেরানো নিয়ে কথা হতে পারে দুই দেশের মধ্যে।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার