Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতের একাধিক সরকারি সংস্থার ওয়েবসাইটে 15 লক্ষ বার হানা দিয়েছে পাকিস্তানি হ্যাকাররা ! দুই দেশের সমঝোতার আবহে এবার সামনে এল এমনই তথ্য ৷ এদের মধ্যে হ্যাকারদের 7টি দলকে ইতিমধ্যে চিহ্নিত করেছে মহারাষ্ট্র সাইবার ক্রাইম দফতর ৷ তবে লক্ষ লক্ষ সাইবার হানার মধ্যে মাত্র 150টি হানায় সাফল্য পেয়েছে পাকিস্তান ৷
দু’দেশের মধ্য়ে সামরিক সমঝোতা হলেও একাধিক সরকারি ওয়েবসাইটে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি হ্যাকাররা ৷ তাদের সঙ্গ দিচ্ছে বাংলাদেশ ও মধ্য প্রাচ্যের হ্যাকাররাও ৷ সাইবার ক্রাইম দফতরের এক শীর্ষ কর্তা সাংবাদিকদের জানান, সম্প্রতি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলা করে হ্যাকাররা ৷ চুরি যায় বিমান পরিষেবা-সহ বিমানবন্দরের একাধিক তথ্য ৷
শীর্ষ আধিকারিক আরও বলেন, “ভারত ও পাকিস্তানের সমঝোতার পর দেশের সরকারি ওয়েবসাইটগুলিতে সাইবার হানার পরিমাণ কমে গিয়েছে ৷ তবে, বন্ধ হয়ে যায়নি ৷ মূলত পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরোক্কো এবং মধ্য প্রাচ্যের হ্যাকাররা রয়েছে এর পিছনে ৷” সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান নিয়ে তৈরি ‘রোড অফ সিঁদুর’ নামে একটি রিপোর্টে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিটি সংস্থাকে সেই রিপোর্টের একটি কপি দেওয়া হয়েছে ৷ মুম্বই পুলিশের ডিজিপি ও গোয়েন্দা সংস্থাগুলিকেও পাঠানো হয়েছে চাঞ্চল্যকর রিপোর্টটি ৷
আরও পড়ুন:- দেশের সুরক্ষায় কাজ করছে 10টি স্যাটেলাইট, জানালেন ইসরোর চেয়ারম্যান
সাইবার ক্রাইম পুলিশের এডিজি যশস্বী যাদব জানান, মূলত জিপিএস প্রতারণা, ম্যালওয়ার হামলা এবং ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল এফ সার্ভিস-এর মাধ্যমে হামলাগুলি চালানো হয় ৷ ভারতীয় ওয়েবসাইটগুলিকে বিকৃত করার চেষ্টা করা হয় ৷ তবে, দেশের একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলিকে এই সমস্ত হ্যাকরাদের হাত থেকে বাঁচানো গিয়েছে ৷
উল্লেখ্য, পহেলগাঁও হামলার কয়েকদিন পর সাইবার হামলা সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে মহারাষ্ট্র পুলিশের সাইবার দফতর ৷ নাম দেওয়া হয় ‘ইকোস অফ পহেলগাঁও’ ৷ সেই রিপোর্ট অনুযায়ী, হ্যাকারদের 7টি দলকে চিহ্নিত করা গিয়েছে ৷ সেগুলি হল, পাকিস্তানের এপিটি 36, পাকিস্তান সাইবার ফোর্স, টিম ইনসেন পিকে, মিস্টেরিয়াস বাংলাদেশ, ইন্দো হ্য়াকস সেক, সাইবার গ্রুপ এইচওএএক্স 1337 এবং ন্যাশনাল সাইবার ক্রু ৷
এডিজি আরও জানান, কুলগাঁও বদলাপুর পুরসভার ওয়েবসাইটও বিকৃত করে দেয় হ্যাকাররা ৷ নষ্ট করে দেওয়া হয় জলন্ধরের ডিফেন্স নার্সিং কলেজের ওয়েবসাইটও ৷ এমনকী, মুম্বইয়ের বেশ কয়েকটি টেলিকম সংস্থার ওয়েবসাইটেও সাইবার হামলা হয় ৷ হামলায় বেশ কিছু তথ্য চুরি গিয়েছে ৷
আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন