ফ্রেশ নাকি ফরম্যালিন মেশানো মাছ, বাজারে গিয়ে কীকরে চিনবেন? জেনে নিন ট্রিকস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রোজ বাজার থেকে মাছ কেনেন, এদিকে যে মাছ কিনছেন সেটা ফ্রেশ নাকি ফরম্যালিন মেশানো তা অনেকেরই অজানা।

তেমনই হল বাঙালির প্রিয় মাছ। বিষে ভরা মাছ ঘরে আনছেন টাটকা ভেবে। মাছ ব্যবসায়ীরা, আড়তদাররা অধিকাংশ মাছে ফর্মালিন মেশান। কীকরে চিনবেন ফর্মালিন দেওয়া মাছ? চিনিয়ে দেবে মাছি। কীভাবে? জানুন।

টাটকা মাছের কানকো কখনও টকটকে লাল হবে না। লাল হলে বুঝবেন মাছ বাসি, এতে লাল রং করা আছে।

যদি দেখেন মাছের লেজ কোঁচকানো, কুঁকড়ে গিয়েছে তবে বুঝতে হবে মাছটা বাসি। টাটকা মাছের লেজ টানটান থাকবে। যদিও মাছের লেজগুলো কেটে রাখেন মাছ ব্যবসায়ীরা।

যদি মাছ ভাল থাকে তবে চোখ পরিষ্কার থাকবে। নয়তো ঘোলাটে হয়ে যাবে।

যদি মাছ ধরে দেখেন তা রাবারের মতো, তবে বুধবেন এতে ফরম্যালিন মেশানো।

টাটকা মাছে মেছো গন্ধ থাকে না। এই গন্ধটা আসে যখন মাছে পচন ধরে অর্থাৎ বাসি মাছে। তবে ফরম্যালিন মেশানো থাকলে গন্ধে কোনও ফারাক পাওয়া যাবে না। সেক্ষেত্রে কীকরে চিনবেন?

ফরম্যালিন মেশানো মাছে মাছি কম বসে। টাটকা-বাসি সব মাছেই মাছি বসে। কিন্তু মাছি বসছে মানে সেই মাছে কোনও রাসায়নিক মেশানো নেই।এগুলি জেনে রেখে ফরম্যালিন দেওয়া মাছ সহজেই চিনুন। নিজেকে ও পরিবারকে ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচান।

আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন