মাত্র ৫০০ টাকা খরচ করে এই জিনিস ছাদে লাগালে ঘর থাকবে ঠান্ডা, টেকনিকটা জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

small room

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রীষ্মকালে, যখন তীব্র সূর্যের আলো সরাসরি ছাদে পড়ে, তখন ঘরের তাপমাত্রা বেড়ে যায় এবং ভেতরেও খুব গরম অনুভূত হয়।

এমন পরিস্থিতিতে, যদি আপনি চান আপনার ঘর ঠান্ডা এবং আরামদায়ক থাকুক, তাহলে আপনাকে কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে একটা ছোট কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তার জন্য বেশি খরচ করতে হবে না।ছাদের তাপমাত্রা কম করার অপর একটি পদ্ধতি হল রিফ্লেক্টিভ রুফ সারফেস। এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে।

বাজার থেকে কলিচুন, জিঙ্ক অক্সাইড, হোয়াইট সিমেন্ট ও ফেবিকল কিনে আনুন। একটা ঘরের ছাদের জন্য ৫ কেজি চুন, দেড় কেজি হোয়াইট সিমেন্ট, দেড় লিকুইড ফেবিকল ও এক কেজি জিঙ্ক অক্সাইড লাগবে।চুন সারারাত ভিজিয়ে রেখে দেবেন সিলভারের বালতিতে বা খালি টিনে।

পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসঙ্গে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন। তারপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা দিয়ে দিতে হবে।

শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা শক্তি করে মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নীচের তলার ঘর বেশি গরম হবে না।

একটা রুমের জন্য মাত্র প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা খরচ হবে। এটা ছাদের কোনওরকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই আরও বেড়ে যাবে।

আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন

আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন