Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকার এবার রেশন কার্ডধারীদের ফ্রি রেশন সামগ্রী নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকার ঘোষণা করেছে, এক সঙ্গে তিন মাসের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে রেশন কার্ডধারীদের। এটি মূলত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY) অধীনে বাড়তি সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই সুবিধা কাদের জন্য, কীভাবে পাওয়া যাবে এবং এর পিছনে কারণই বা কী।
এক সঙ্গে তিন মাসের ফ্রি রেশন সামগ্রী!
মুলত ভারতের এক কেন্দ্র শাসিত প্রদেশ আন্দামান নিকবর দ্বীপপুঞ্জতে আর কিছু দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে এবং সেই সময়ে এই সকল শুকনো সামগ্রী অনেকটাই সুবিধা করে মানুষের এবং সরকারের পক্ষেও বৃষ্টির হাত থেকে এই সকল খাবার বাঁচানো সম্ভব হয় না। এই জন্য জুন, জুলাই ও আগস্ট মাসের ফ্রি রেশন সামগ্রী একেবারে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ ও আন্দামান সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও এই সুবিধা পশ্চিমবঙ্গের মানুষেরা পাবে না।
কী কী সামগ্রী মিলবে ফ্রি রেশন সামগ্রীতে?
প্রতি সদস্য প্রতি মাসে ৫ কেজি করে চাল বা গম, পরিবার পিছু অতিরিক্ত পরিমাণে ডাল, তেল ইত্যাদি, কয়েকটি রাজ্যে চিনি ও নুনও বিনামূল্যে দেওয়া হতে পারে, কিছু রাজ্য নিজস্ব বাজেট থেকে বাড়তি সামগ্রীও যুক্ত করতে পারে। আর না হলে যেই পরিমাণ জিনিস পাওয়া যায় সেই পরিমাণ জিনিসই মিলবে কিন্তু তিন মাসেরটা একেবারে দিয়ে দেওয়া হবে।
এক সঙ্গে কেন দেওয়া হচ্ছে তিন মাসের রেশন?
আগাম বরাদ্দে জনগণের ভোগান্তি কমানো, দুর্দশা গ্রস্ত শ্রেণীর হাতে সময় মতো খাদ্য পৌঁছানো, বর্ষাকাল এবং সম্ভাব্য দুর্যোগ মাথায় রেখে আগাম প্রস্তুতি, এই পরিকল্পনা বিশেষ করে কর্মহীন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। ডিজিটাল রেশন কার্ড, পোর্টেবিলিটি সুবিধা মানে যে কোনো রাজ্য থেকে রেশন তোলা যাবে, রেশন গ্রাহকদের জন্য স্বাস্থ্য ও বীমা সুবিধাও চালুর সম্ভাবনা।
রেশন কার্ডধারীদের জন্য এক সঙ্গে তিন মাসের ফ্রি রেশন ঘোষণা নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ। এটি শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং দেশের গরিব ও নিম্নবিত্ত মানুষের জন্য একটি ভরসার জায়গা হয়ে উঠবে। যারা এখনও রেশন কার্ডের সুবিধা নিচ্ছেন না, তাদের দ্রুত রেশন কার্ড বানিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমন সুবিধা বাকি রাজ্য গুলোর তরফে নেওয়া হলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন
আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের