Bangla News Dunia, Pallab : গরমে নাজেহাল গোটা পশ্চিমবঙ্গ। দিনের বেলায় পারদের চড়া দাপট, সন্ধ্যা নামার আগে পর্যন্ত যেন আগুন ঝরানো গরমে হাঁসফাঁস অবস্থা। ভরা গ্রীষ্মের মরসুমে রাজ্যের অধিকাংশ জেলাজুড়ে বইছে তাপপ্রবাহ। যদিও বিক্ষিপ্তভাবে সন্ধেবেলায় কোথাও কোথাও দেখা মিলছে ঝড় বা বৃষ্টির, কিন্তু তা অস্থায়ী। মানুষের মনে প্রশ্ন একটাই – কবে মিলবে এই দাবদাহের থেকে রেহাই? সেই উত্তরই এবার দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারা জানিয়েছে, খুব শীঘ্রই রাজ্যে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামিয়ে আনতে পারে।
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন
চরম গরমের দাপট দক্ষিণবঙ্গে
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। সকাল গড়াতেই সূর্যের তাপ ক্রমেই বাড়ছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনা – প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। গরমের কারণে দিনভর বাইরে কাজ করা বা যাতায়াত করা একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছে। তার ওপর শহরের রাস্তায় হালকা হলেও যানজট থাকায় মানুষ আরও বেশি সময় ধরে রোদের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন।
এর মধ্যেই হাওয়া অফিস জানাল, গরম এখনও পুরোপুরি বিদায় নিচ্ছে না। বরং ১৪ মে ও ১৫ মে তে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলা গুলিতে আরও বাড়বে তাপপ্রবাহ। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম – এই তিন জেলাকে রেড অ্যালার্টে রেখেছে আবহাওয়া দফতর।
বুধবার ও বৃহস্পতিবার – তাপপ্রবাহ, শুক্রবার থেকে স্বস্তি
আবহাওয়া অফিসের মতে, বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজায় থাকবে তাপপ্রবাহ। তবে বৃহস্পতিবার রাত থেকেই রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং সেই সঙ্গে আসতে পারে কালবৈশাখী। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই রাজ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী ঝড়বৃষ্টি, যা কিছুটা হলেও তাপমাত্রা কমাতে সাহায্য করবে।
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলিতে। এই সমস্ত জেলায় ৬০ থেকে ৭০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির দাপট থাকবে। কালবৈশাখী শুধু গরমের উপশমই নয়, আগামী বর্ষার আগমনবার্তাও নিয়ে আসবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা।
শনিবারেও বজায় থাকবে ঝড়বৃষ্টির প্রবণতা
আবহাওয়া দফতরের মতে, শুক্রবারের পর শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের দিকে আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক হবে। শহরবাসীর জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।
উত্তরবঙ্গেও ধেয়ে আসছে ঝড় ও বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই আগামী কিছুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো পাহাড়ি এবং সীমান্তবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিমি/ঘণ্টা গতির দমকা হাওয়া বইতে পারে। এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, সেই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
যেহেতু এই এলাকাগুলি ভূমিধস প্রবণ, তাই বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের পাহাড়ি রাস্তায় সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার