Bangla News Dunia, Pallab : ভারত-পাক সংঘর্ষবিরতির আবহে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নিয়ে সক্রিয় হয়েছে চিন (China)। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টা করে চিন। আর এনিয়ে বেজিংয়ের প্রচেষ্টার নিন্দায় সরব হল নয়াদিল্লি।
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন
ভারতের (India) বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, ‘আমরা লক্ষ্য করছি, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, ‘আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চিনের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। নামকরণ করলেই তা অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে।’
প্রসঙ্গত, অরুণাচলকে বহুদিন ধরে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চিন। প্রায়শই দেখা গিয়েছে, অরুণাচলের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে থাকে চিন। গত বছরই চিন অরুণাচলের ৩০টি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে এনেছিল। যদিও চিনের সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে ভারত।
অরুণাচল ভৌগোলিক অবস্থান থেকে খুব গুরুত্বপূর্ণ। এই রাজ্যটি চিনের তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে। বেজিং বরাবর দাবি করে আসছে, অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ। যদিও ভারত সেই দাবির বিরোধিতা করে।