Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই । আজ বুধবার রাষ্ট্রপতি ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই মর্মে শপথবাক্য পাঠ করান । গতকাল 65 বছর বয়সে অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ৷ আজ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন বিচারপতি গাভাই ৷
তিনিই হলেন বৌদ্ধ ধর্মাবলম্বী ও দলিত সম্প্রদায়ের দ্বিতীয় ব্যক্তি যিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন ৷ এর আগে 2007 সালে বিচারপতি কেজি বালকৃষ্ণণ প্রথম দলিত সম্প্রদায় হিসেবে দেশের সর্বোচ্চ বিচারকের পদে অধিষ্ঠিত হয়েছিলেন ।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার আগেই অবশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অবসরের পর আর কোনও নতুন পদ বা দায়িত্ব গ্রহণ করবেন না ।
প্রখ্যাত রাজনীতিক আরএস গাভাইয়ের পুত্র বিচারপতি গাভাইকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমার কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই । আমি অবসর পরবর্তী কোনও দায়িত্ব বা পদ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি । অন্য কোনও যে কোনও দায়িত্বের অর্থ দেশের প্রধান বিচারপতির পদের নীচে, এমনকি রাজ্যপালের পদও ।”
বিচারপতি গাভাইয়ের পরিবার পরিচিতি :
1960 সালের 24 নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতী গ্রামে জন্ম বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের ৷ তিনি এখনও বছরে তিনবার তাঁর গ্রামে যেতে ভালোবাসেন ৷ বিশেষ করে তাঁর প্রয়াত পিতার জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং গ্রামের বার্ষিক মেলার সময়ে । বিচারপতি গাভাই ডঃ বি আর আম্বেদকরের আদর্শ প্রচারে গভীরভাবে নিযুক্ত একটি পরিবারের সদস্য ৷ তাঁর পিতা আর এস গাভাই বিশিষ্ট আম্বেদকরবাদী ও প্রাক্তন সংসদ সদস্য ছিলেন । তিনি বিহার ও কেরলের রাজ্যপালও ছিলেন ।
বিচারপতি গাভাইয়ের কর্মজীবন :
16 মার্চ 1985 সালে বারে যোগদান করেন বিচারপতি গাভাই ৷ এরপর বম্বে হাইকোর্ট এবং তার নাগপুর বেঞ্চে দীর্ঘ সময় কাজ করেছেন । 17 জানুয়ারি, 2000 সালে তিনি নাগপুর বেঞ্চের সরকারি আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন । 14 নভেম্বর 2003 সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং 2005 সালের নভেম্বরে বম্বে হাইকোর্টের স্থায়ী বিচারক হন । এরপর বিচারপতি গাভাই 24 মে 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে উন্নীত হন ।
বিগত ছয় বছরে তিনি সাংবিধানিক ও প্রশাসনিক আইন, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক বিরোধ, সালিশি আইন, বিদ্যুৎ আইন, শিক্ষা সংক্রান্ত বিষয়, পরিবেশ আইন-সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রায় 700টি বেঞ্চের অংশ ছিলেন । বিচারপতি গাভাই 23 নভেম্বর 2025 সালে অবসর গ্রহণ করবেন ।
আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন
আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের