Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে কারেন্ট চলে গেলে ঘরের ভিতরে হাঁসফাঁস অবস্থা হয়। ঘরে টেকা দায় হয়ে যায়।
এই চরম গরমে না শান্তি ঘুমনো যায়, না বসে থাকা যায়।২-৩ ঘণ্টা কারেন্ট না থাকলে ঘেমে নেয়ে একসা অবস্থা হয়।এর থেকে বাঁচতে কী করবেন সেই ট্রিকগুলো শিখে নিন।
এমন ২টো ডিভাইসের কথা জেনে নিন যা কারেন্ট গেলেই জ্বলে উবঠে। তাও বিনা ইনভার্টারে।এর জন্য আপনাকে বাজার থেকে ২টো জিনিস কিনে রাখতে হবে।
একবার চার্জ দিলে অনেকক্ষণ চলতে পারে। এই ধরনের বাল্বে ব্যাটারি থাকে যা একবার চার্জ দিলে অনেকক্ষণ চলে। যে কোনও ই-কমার্স স্টোরে এই ধরনের বাল্ব পেয়ে যাবেন।
এবার আসা যাক ফ্যানে। গরমে এসি চুলক বা না চলুক একটি পাখার হাওয়া পেলেও কষ্ট খানিকটা লাঘব হয়।এক্ষেত্রে ফোল্ডিং রিচার্জেবেল ফ্যান কিনতে হবে। এগুলিকেও চার্জ দিতে হয়। এগুলি একটানা ২-৩ ঘণ্টা ব্যবহার করা যায়।
তাই এই গরমে নো চিন্তা, বাড়িতে এই দুই ডিভাইস কিনলে লোডশেডিংয়ে গরমে কষ্ট পেতে হবে না।
আরও পড়ুন:- পৃথিবীতে জীবনের শেষ কবে ? হিসেবে করে বলে দিলেন বিজ্ঞানীরা। জেনে নিন
আরও পড়ুন:- ১ লা জুন থেকে বদলাচ্ছে ট্রাফিক আইন, জেনে নিন নতুন নিয়ম ও জরিমানার বিধি