Bangla News Dunia, Pallab : বুধবার, ১৪মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৫২ তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ রামাকৃষ্ণ গাভাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান।
বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে কর্মরত গাভাই ২৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। প্রায় ছয় মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি।
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন
রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, অর্জুন রাম মেঘওয়াল লোকসভার স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি ভিপি ধনখর, প্রাক্তন সিজেআই সঞ্জীব খান্না, প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, এজি মসিহ, পিএস নরসিমা, বিভি নাগারথনা, বেলা ত্রিবেদী প্রমুখ।
প্রসঙ্গত,
গাভাই ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান বিচারপতি। পাশাপাশি, তিনি দ্বিতীয় দলিত বিচারপতি, যিনি দেশের প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন। তাঁর আগে ২০০৭ সালের ১৪ জানুয়ারি বিচারপতি কে. জি. বালাকৃষ্ণন দেশের ৩৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম দলিত প্রধান বিচারপতি।
এই প্রথমবার কোনও বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি ভারতের প্রধান বিচারপতির আসনে বসলেন। পাশাপাশি, তিনি দ্বিতীয় দলিত বিচারপতি যিনি প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন।