Bangla News Dunia, দীনেশ :- কানাডার মন্ত্রীসভায় রদবদল। নতুন বিদেশমন্ত্রী পদে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ (Anita Anand Canada’s Foreign Minister)। আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিক আনন্দ হলেন কানাডার প্রথম ক্যাবিনেট পদমর্যাদার হিন্দু মন্ত্রী। তাঁর এই শপথ গ্রহণ নিয়ে শুরু হল জোর চর্চা। গীতার উপর হাত রেখে শপথ নেওয়ার পর এক্স হ্যান্ডেলে (X-Handle) বার্তা দিলেন অনিতা আনন্দ। তাঁর এই গীতায় হাত রেখে শপথ নেওয়া ভারতীয়দের মন নিমেষে জিতে নিল।
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার
পেশায় আইনজীবী অনিতা আনন্দ। এর আগে প্রতিরক্ষামন্ত্রী, পরিবহণ মন্ত্রী এবং ইনোভেশন, সায়েন্স ও শিল্পমন্ত্রকের দায়িত্ব যথাযথভাবে তিনি সামলেছেন। ১৯৬৭ সালের ২০ মে, নোভা স্কটিয়ার কেন্টভিলে-তে জন্মগ্রহণ করেন অনিতা। তাঁর পুরো নাম অনিতা ইন্দিরা আনন্দ। ১৯৬০ সালে তাঁর ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার বাবা-মা কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অনিতার মা পাঞ্জাবি এবং বাবা তামিলনাডু়র বাসিন্দা ছিলেন। ঠাকুরদা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁরা দুই বোন। গীতা কানাডার বিদেশমন্ত্রী তথা আইনজীবী এবং অপর বোন সনিয়া পেশায় চিকিৎসক। অনিতা চার সন্তানের মা। কুইনস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের সাম্মানিক স্নাতক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনেও স্নাতক করেছেন। এরপরেও ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে আইন এবং টরন্টো বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পাশ করেন। রাজনীতিতে যোগদানের আগে কানাডার বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আইন পড়াতেন তিনি।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
গতকাল গীতার ওপর হাত রেখে শপথ নেওয়ার পর অনিতা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কানাডার বিদেশমন্ত্রী হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। আমাদের সরকার প্রতিটি কানাডাবাসীর জন্য একটি সুরক্ষিত, স্বচ্ছ পৃথিবী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।’
I am honoured to be named Canada’s Minister of Foreign Affairs. I look forward to working with Prime Minister Mark Carney and our team to build a safer, fairer world and deliver for Canadians. pic.twitter.com/NpPqyah9k3
— Anita Anand (@AnitaAnandMP) May 13, 2025
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার