কী হলো আজ DA মামলায় ? সুপ্রিম কোর্টে মামলার নাটকীয় পরিবর্তন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। আজ, ১৪ই মে, ২০২৫, সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, আজকের শুনানি পিছানো হয়েছে এবং মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ই মে, ২০২৫ তারিখ ধার্য করা হয়েছে। এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা দেখা দিয়েছে, তবে তাঁরা পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন।

আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

আজকের (১৪ই মে, ২০২৫) শুনানির প্রেক্ষাপট ও মামলার বিবরণ:

  • মামলার নম্বর ও পক্ষগণ: আলোচিত মামলাটি স্পেশাল লিভ পিটিশন (সিভিল) নং ২২৬২৮-৩০/২০২২ হিসেবে নথিভুক্ত। এই মামলায় আবেদনকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্য এবং প্রতিবাদী পক্ষে রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, পশ্চিমবঙ্গ ও অন্যান্যরা
  • নির্ধারিত বেঞ্চ ও তালিকাভুক্তি: আজ, ১৪ই মে, মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ১৫-এ আইটেম নম্বর ৪০ (CL. NO. : 40) হিসেবে তালিকাভুক্ত ছিল। শুনানি মাননীয় বিচারপতি সঞ্জয় করোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
  • শুনানি পিছানোর কারণ: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি জাস্টিস বি আর গাভাই আজ শপথ গ্রহণ করলেন। সেই কারণে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজ ১২ টা থেকে শুরু হয়েছে। সময়ের অভাবে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি সম্ভব হয়নি। তবে আগামী শুক্রবার মামলাটি অবশ্যই শোনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন