চাকরি খুঁজতে কলকাতায় গিয়েছিল প্রীতম, অথচ দেহ উদ্ধার হল উত্তরাখণ্ড থেকে ! তদন্তে নামল পুলিশ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ  :- উত্তরাখন্ডের বদ্রীনাথে রহস্যমৃত্যু দুর্গাপুরের (Durgapur) এক যুবকের। বুধবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্পাত নগরীতে। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার (২৭)। পরিবার সূত্রে জানা গেছে, প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে উত্তরাখন্ডে বদ্রীনাথে যোশী মঠের অদূরে কাঞ্চনানালার একটি পাইন গাছ থেকে। উদ্ধার হয়েছে তার সঙ্গে থাকা নথিপত্রও।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

পরিবার সূত্রে জানা গেছে, প্রীতম মজুমদার তার মামার বাড়িতেই থাকত। মামার বাড়ি থেকেই গত ৪ মে চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছি বলে কলকাতা (Kolkata) যাওয়ার নাম করে বেরিয়েছিল। ১১ মে মামার সঙ্গে তার শেষ কথা হয়। তারপর থেকে আর প্রীতমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকাল উত্তরাখণ্ড পুলিশ (Uttarkhand Police) পরিবারের লোকেরদের খবর দেয়, উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনানালার পাইনবনে একটি পাইন গাছ থেকে ঝুলছে প্রীতমের দেহ। সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডে ডেকে পাঠানো হয় মামাকে। এদিকে ঘটনার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এদিকে, কীভাবে ছেলেটির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন