চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে অনুদান পাবেন, কত পাবেন দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের ‘আন্তরিক সহানুভূতির’ সিদ্ধান্ত এবার পেল মন্ত্রিসভার সিলমোহর । বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপাতত প্রতি মাসে গ্রুপ সি কর্মীরা 25 হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা 20 হাজার টাকা করে অনুদান পাবেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতদিন না আদালত চূড়ান্ত নির্দেশ দেয়, ততদিন এই স্কিম চালু থাকবে । এর নাম দেওয়া হয়েছে— ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’।

দিনভর জল্পনার পর এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “চাকরি খোওয়া যাওয়া ছেলেমেয়েরা অনেক কষ্টে আছেন । সংসার চালাতে পারছেন না । অনেকেই বলছেন, তাঁদের কোনও দোষ ছিল না । আদালতের নির্দেশে তাঁদের চাকরি চলে গিয়েছে । আমরা এ ব্যাপারে আদালতে রিভিউয়ের আবেদন করেছি । আদালতের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি । কিন্তু ততদিন ওরা কী খাবে, কীভাবে চলবে ?”

সেই মানবিক প্রশ্ন থেকেই এই ‘ইন্টারিম স্কিম’-এর পরিকল্পনা বলে জানান মমতা । এদিন তিনি বলেন, “এই স্কিম রাজ্য শ্রম দফতরের আওতায় চলবে । পয়লা এপ্রিল থেকে এই অনুদান কার্যকর হবে । গ্রুপ সি কর্মীরা মাসে 25 হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা 20 হাজার টাকা করে পাবেন ।”

উল্লেখ্য, এই অনুদান শুধুমাত্র চাকরি হারানো প্রার্থীদের জন্য, যাঁরা এখনও আদালতের রায়ের চূড়ান্ত প্রতীক্ষায় রয়েছেন । মমতার কথায়, “আদালতের চূড়ান্ত নির্দেশ না-আসা পর্যন্ত এই সহায়তা জারি থাকবে । কেউ যদি এই অনুদান না-নিতে চান, সেটা তাঁদের নিজস্ব মতামত । কিন্তু রাজ্য সরকার মানবিক দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ।”

পাশাপাশি, জনস্বার্থ মামলা নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে কথায় কথায় পিল হয়ে যায়, আর মানুষ কিল খায় । তাই আমরা এই স্কিমটা নীতিগত ভাবে তৈরি করেছি, যাতে কারও উপকার অন্তত করা যায় ।” এর আগেই মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে চাকরি হারানো প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । বুধবার তা আনুষ্ঠানিক রূপ পেল মন্ত্রিসভার অনুমোদনে ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, “অনেকে বলতেই পারেন, এই অনুদান দেওয়ার দরকার ছিল না । সেটাও তাঁদের ব্যক্তিগত মত । কিন্তু আমরা বহু চিন্তাভাবনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি ।”

সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত কয়েক হাজার চাকরি হারানো পরিবার কিছুটা স্বস্তি পাবে, এমনটাই আশা রাজ্য প্রশাসনের ।

আরও পড়ুন:- পৃথিবীতে জীবনের শেষ কবে ? হিসেবে করে বলে দিলেন বিজ্ঞানীরা। জেনে নিন

আরও পড়ুন:- ১ লা জুন থেকে বদলাচ্ছে ট্রাফিক আইন, জেনে নিন নতুন নিয়ম ও জরিমানার বিধি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন