Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন বালুচ নেতা মীর ইয়ার বালোচ। কয়েক দশক ধরে হিংসা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,’বালুচিস্তানের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের আর চুপ থাকা উচিত নয়’। ভারত-সহ আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক মীর ইয়ার বালোচ লিখেছেন, ‘তোমরা হত্যা করলেও আমরা বেরিয়ে আসব। আমরা আমাদের জাতিকে বাঁচাতে বেরিয়ে এসেছি। আমাদের সঙ্গে যোগ দাও। পাকিস্তান-অধিকৃত বালুচিস্তানের বালোচ জনগণ রাস্তায় নেমেছে। তাঁদের সিদ্ধান্ত যে বালুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়। বিশ্ব আর নীরব দর্শক হয়ে থাকতে পারে না’।
মীর ইয়ার বালুচ ভারতীয় মিডিয়া, ইউটিউবার এবং বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন বালুচদের ‘পাকিস্তানের নাগরিক’ বলা বন্ধ করা হয়। তাঁর বক্তব্য,’আমরা বালোচ, পাকিস্তানি নই। পাকিস্তানের লোক হল পাঞ্জাবি। যাঁরা কখনও বোমারু বিমানের হামলা, গুম এবং গণহত্যা দেখেননি’।
POK নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে সমর্থন করেছেন মীর ইয়ার বালুচ। আন্তর্জাতিক মহলের কাছে তাঁর বার্তা, পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া হোক। মীর ইয়ার বলেন,’পাকিস্তানকে POK ছাড়তে হবে। ভারতের অবস্থানকে সমর্থন করে বালুচিস্তান। আন্তর্জাতিক মহলের উচিত পাকিস্তানকে অবিলম্বে পাক অধিকৃত কাশ্মীর ছাড়ার অনুরোধ করা। পাক সেনাবাহিনীর লোভী জেনারেলরা কাশ্মীরের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। পাকিস্তান আমাদের কথা না শুনলে ঢাকার মতো ৯৩০০০ সেনার আত্মসমর্পণের আর একটি লজ্জার হারের জন্য দায়ী থাকবে। পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম ভারত।
ভারত এবং আন্তর্জাতিক মঞ্চের কাছে বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করেছেন মীর ইয়ার বালুচ। পাকিস্তানের মিথ্যা দাবিকে সমর্থন না করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, বালুচিস্তানকে জোর করে এবং বিদেশি শক্তির মদতে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বহু বছর ধরে বালুচিস্তানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে গুম, ভুয়ো এনকাউন্টার এবং ভিন্নমতের দমন। এই অপরাধের জন্য পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠী দায়ী।
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন