টানা ৬ ট্রেডিং সেশনে দাম বেড়েছে এই স্টকের, লগ্নি নিয়ে কী সিদ্ধান্ত নেবেন ? জানালেন বিশেষজ্ঞরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টক মার্কেটে উত্থান-পতনের মধ্যেও বৃদ্ধিতে ধারাবাহিকতা দেখা যায় একাধিক সংস্থার। সেনসেক্স, নিফটি৫০-র মতো স্টক এক্সচেঞ্জ সূচকের পতনের দিনেও দাম বাড়ে অনেক সংস্থার স্টকের। তখন লগ্নিকারীদের মধ্যে ওই সমস্ত স্টক নিয়ে আগ্রহ তৈরি হয়ে। এ রকমই একটি স্টক হলো জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেড। সেনসেক্স ও নিফটি৫০-র অস্থিরতাকে পিছনে ফেলে টানা ৬ ট্রেডিং সেশন ধরে দাম বেড়েছে এই সংস্থার। তাই এই স্টক কেনার ব্যাপারে বাজার বিশেষজ্ঞরা কী পরামর্শ দিয়েছেন দেখে নিন।

স্টকের দামের বৃদ্ধি

জ়ি-এর স্টকের দাম বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় ২ শতাংশ বেড়ে বুধবার পৌঁছে গিয়েছিল ১২৫.৬০ টাকায়। শেষ ৬ ট্রেডিং সেশনে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। এর মধ্যে মঙ্গলবারই এই সংস্থার শেয়ার দর বেড়েছে ৫.১২ শতাংশ। সিটি নেটওয়ার্ক লোন মামলায় স্বস্তি মিলতেই মঙ্গলবার বিপুল দাম বেড়েছিল এই সংস্থার।

আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন

বাজার বিশেষজ্ঞদের পরামর্শ

জ়ি-এর স্টকের এই বৃদ্ধি দেখে একাধিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক সংস্থা এই সংস্থার স্টক কেনার পরামর্শ দিয়েছে। তাঁরা মনে করছেন, শর্ট টার্ম বা স্বল্পমেয়াদে লাভজনক হতে পারে এই সংস্থার শেয়ারে করা লগ্নি। এ ব্যাপারে এক ব্রোকারেজ় ফার্ম জানিয়েছে, এই স্টকে এখন বুলিশ ইনভার্স হেড এবং শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছে। দৈনিক চার্টের এই ধরন দেখে স্বল্পমেয়াদে লগ্নির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, ১১৭ থেকে ১২১ টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে এই স্টক। ওই রেঞ্জে এই স্টক কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এই স্টকের টার্গেট প্রাইস সেট করা হয়েছে ১৪৬ টাকা। এর স্টপ লস ধার্য করা হয়েছে ১০৫ টাকা।

(বাংলা নিউজ দুনিয়া ) কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারে

আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন