Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ নিরাপত্তাবাহিনীর। দু’পক্ষের মধ্যে চলছে জোরদার গুলির লড়াই। জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর (Security Forces) কাছে খবর আসে যে পুলওয়ামা জেলায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা (Terrorists)। এরপরই বৃহস্পতিবার ভোরে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, অবন্তীপোরার ত্রাল এলাকায় নাদির গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনী কাজ করে চলেছে। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের দুই থেকে তিনজন জঙ্গি ওই এলাকায় আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের খোঁজেই চলছে তল্লাশি। গত ৪৮ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টার (Encounter)।
#Encounter has started at Nader, Tral area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 15, 2025
উল্লেখ্য, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিন লস্কর জঙ্গির। নিহত তিন জঙ্গি মধ্যে শাহিদ কুট্টে ও আদনান সফি শোপিয়ানেরই বাসিন্দা ছিল। শোপিয়ানে নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। এদিকে, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা এখনও অধরা। ইতিমধ্যেই তাদের খোঁজে শোপিয়ানে পোস্টার লাগিয়েছে পুলিশ। ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা পুরস্কারও।
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন