Bangla News Dunia, Pallab : প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহা (Tapas Saha)। বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?
২০১৬ সালে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন তাপস সাহা। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে তেহট্টের প্রার্থী করে রাজ্যের শাসকদল। সেখানেও জয়ী হন তিনি। নদিয়ার দু’টি বিধানসভা কেন্দ্র থেকে জিতে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপসের নাম জড়িয়েছিল গত বছর। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআইও। তল্লাশি চালানোর পর তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করেছিল তদন্তকারীরা। এরই মাঝে অসুস্থ হয়ে প্রয়াত হলেন তিনি।
এদিন তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা বিধায়ক তাপস কুমার সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ তাপস সাহার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন : ৫০% DA এখনই ? সুপ্রিম পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন