Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 80 জন যাত্রী নিয়ে যাওয়ার পথে আচমকা আগুন বিহার থেকে দিল্লিগামী বাসে ৷ আজ (বৃহস্পতিবার) ভোর 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় ৷ তাতেই ঝলসে প্রাণ যায় বছর তিন ও দুই বছরের দুই শিশু-সহ 5 জনের ৷
আগুন লেগেছে টের পেতেই বাস চালক থেকে কন্ডাক্টর ও বেশ কিছু যাত্রীরা বাস থেকে লাফ দেন ৷ দরজা বন্ধ থাকায় অনেকেই জানলার কাচ ভেঙে বেরোতে চেষ্টা করেন ৷ কিন্তু বাসের ভিতরে তখন ঘুমিয়ে পড়েছিল দুই শিশু, দুই মহিলা ও এক পুরুষ ৷ টের না-পাওয়ায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । বাসটি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে ৷ পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:- নতুন প্রকল্পে প্রত্যেক পরিবারকে ৩০০০০ টাকা দিচ্ছে সরকার। যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন
বাসটি পুড়ে একেবারে ছাই হয়ে যায় (পিটিআই)
মৃতরা হলেন অশোক মেহতার স্ত্রী লক্ষ্মী দেবী (55), অশোক মাহাতোর মেয়ে সোনি (26), রামলালের ছেলে দেবরাজ (3), রামলালের মেয়ে সাক্ষী কুমারী (2) এবং আরও এক ব্যক্তি, তবে তাঁর পরিচয় জানা যায়নি ৷ ডিসিপি এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডে মৃতদের প্রতি শোকপ্রকাশ করে এক্সে লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। অবিলম্বে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি, যাতে উদ্ধারকার্য তড়িঘড়ি হয় ৷” পাশাপাশি তিনি, আহতদের যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী ৷
ঘটনাক্রমে জানা যায়, বিহারের বেগুসরাই থেকে দিল্লিগামী স্লিপার বাসটি ভোর 5টার দিকে মোহনলালগঞ্জ পৌঁছলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে ফেলে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসচালক ও কন্ডাক্টর লাফ দেন ৷ তখন থেকেই তারা পলাতক ৷ বাসের যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তাঁরা দরজা-জানলা থেকে লাফিয়ে পালাতে শুরু করেন। কিন্তু, যাঁরা ঘুমোচ্ছিলেন তাঁরা বেরোতে পারেননি ৷ আগুন তাঁদের গ্রাস করে ফেলে ৷ শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়, বলে অনুমান দমকলকর্মীদের ৷
আরও পড়ুন:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে ? জানুন
আরও পড়ুন:- কীভাবে হল ‘অপারেশন সিঁদুর’? বিস্তারিত জানাল কেন্দ্র