Bangla News Dunia, দীনেশ :- ভারতের প্রধান বিচারপতি (CJI) পদে বুধবার শপথ নিলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই (Bhushan Ramkrishna Gavai)। মাত্র মাস ছয়েকের জন্য ওই পদে দেখা যাবে তাঁকে। তবে এটি খুব ছোট মেয়াদ মনে হলেও এর চেয়েও কম সময়ের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে দেখা যেতে পারে বিচারপতি বিভি নাগরত্নকে (B. V. Nagarathna)। ২০২৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে পারেন। হিসাব মতো তিনি বিচারব্যবস্থার শীর্ষপদে থাকবেন দেড় মাসেরও কম সময়, ঠিকঠাক বললে মাত্র ৩৬ দিন!
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫ বছর পেরিয়ে গেলেও এখনও কোনও মহিলা বিচারপতির সুযোগ হয়নি বিচারব্যবস্থার শীর্ষ পদে বসার। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ৫১ জন প্রধান বিচারপতির সকলেই পুরুষ। মাত্র ১১ জন মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেও তাঁদের একজনও শীর্ষপদে বসতে পারেননি।
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
এখনও পর্যন্ত সবচেয়ে কম সময়ের জন্য প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি কমল নারায়ণ সিং- মাত্র ১৭ দিন। বিচারপতি এস রাজেন্দ্রবাবু ছিলেন ২৯ দিন। বিচারপতি নাগরত্ন যদি প্রধান বিচারপতি হন, তবে তিনি হবেন তৃতীয় সর্বনিম্ন মেয়াদে থাকা সিজেআই।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন