প্রথম হিন্দু মহিলা কমিশনার বালোচিস্তানে ! তৈরি ইতিহাস

By Bangla News Dunia Dinesh

Published on:

breaking news , top news

Bangla News Dunia, Pallab : লিঙ্গ ও ধর্ম যে দেশে পাহাড়প্রমাণ বাধা তৈরি করে, সেই পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানে (Balochistan) প্রথম হিন্দু মহিলা হিসেবে নজির গড়লেন ২৫ বছরের কাশিশ চৌধুরী। তিনি বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই প্রদেশের সহকারী কমিশনার হয়েছেন।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

চাগাই জেলার প্রত্যন্ত শহর নোশকির বাসিন্দা কাশিশ মহিলাদের জন্য কিছু করার স্বপ্ন দেখেন। তিনি কাজ করতে চান প্রান্তিক মানুষের জন্য। কাশিশের পড়াশোনার মূলে রয়েছে এই ভাবনা। এবার তা সফল হবে। কাশিশের প্রচেষ্টা ও লেগে থাকার প্রশংসা করে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘কাশিশ বালুচিস্তান ও জাতির গর্ব।’ কাশিশকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ পদে পৌঁছোন তখন তা সত্যি-ই গর্বের।

কাশিশের বাবা গিরধারী লাল কোয়েটায় চলে এসেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি এখন কোয়েটায়। মেয়ের সাফল্যে কিছুটা আবেগপ্রবণ হয়ে ব্যবসায়ী গিরধারী বলেছেন, ‘আমার মেয়ে অ্যাসিসট্যান্ট কমিশনার, এটা আমার কাছে গর্বের।’ অনেকেই বলছেন, বালুচিস্তানের মহিলা ও হিন্দু সম্প্রদায়ের কাছে কাশিশ এখন অনুপ্রেরণা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন