Bangla News Dunia, Pallab : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Scheme) এর অধীনে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ফ্রিতে সাইকেল দেওয়া হবে। এই প্রকল্প মূলত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে স্কুলে যেতে পারবে এবং তাদের পড়াশোনায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে এবং মুলত গ্রামের পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের
সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল বিতরণ
- স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের যাতায়াতে সুবিধা করে দেওয়া।
- গ্রামীণ ও দূরবর্তী এলাকার ছাত্র ছাত্রীদের জন্য বিকল্প পরিবহন নিশ্চিত করা।
- শিক্ষার হার বৃদ্ধি ও ড্রপ আউট কমানো।
যোগ্যতার মাপকাঠি
শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত, পরিবারের মাসিক আয় সীমিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সাইকেল দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার শিক্ষা দপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সাইকেল বিতরণ করা হচ্ছে।
সাইকেল বিতরণ প্রক্রিয়া
স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের তালিকা তৈরি করা হয়, অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য আপলোড করা হয়, নির্ধারিত দিনে স্কুল থেকেই সাইকেল বিতরণ করা হয়, শিক্ষার্থীদের নাম, রোল নম্বর ও আইডি যাচাই করে সাইকেল প্রদান করা হয়। এই প্রকল্পের ফলে গ্রামীণ ও অনুন্নত এলাকার বহু ছাত্র ছাত্রী উপকৃত হচ্ছে। বিশেষ করে মেয়েরা সাইকেল পেয়ে স্কুলে আরও নিয়মিত হচ্ছে।