মাথানত করল পাকিস্তান ! শান্তি প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে আলোচনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় পাকিস্তান! বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিন পঞ্জাব প্রদেশের কামরা এয়ারবেসে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষে অংশ নেওয়া সেনা অফিসারদের সঙ্গে কথা বলার সময় এমনটা বলেন। কোন বিষয় নিয়ে এই আলোচনা হবে সেই বিষয়টিও এদিন স্পষ্ট করেছেন তিনি।

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। মূলত কাশ্মীর ইস্যুর ওপর আলোচনার ভিত্তিতেই এই শান্তিপূর্ণ আবহের সৃষ্টি হবে।’ অর্থাৎ তিনি তাঁর কথায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনায় অগ্রাধিকার পাবে কাশ্মীর ইস্যু।

প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে ভারত বরাবর নিজেদের অবস্থানে অনড় থেকেছে এবং বরাবর এটাই স্পষ্টভাবে বলে এসেছে যে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি নিয়ে কোনও সন্দেশের অবকাশ নেই, আপোষের তো প্রশ্নই ওঠে না।  এমত আবহে শাহবাজের এই শান্তির বার্তার মাঝেও কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার শর্ত আরোপ কীভাবে নেয় ভারত সেটাই এখন দেখার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন