7000 টাকার কম বাজেটের সেরা স্মার্টফোন। দেখে নিন দাম ও ফিচার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য এক সঙ্গী। কম দামে ভালো মানের সেরা স্মার্টফোন (Best Budget Smartphone) খুঁজছেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ৭ হাজার টাকার চেয়ে কম দামের সেরা কিছু মোবাইল ফোনের (Mobile Phone) লিস্ট নিয়ে এসেছি, যেই গুলো ২০২৫ সালে বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

২০২৫ সালে ৭ হাজার টাকার কম দামের সেরা স্মার্টফোন

Itel A60 – সাশ্রয়ী দামে বড় ডিসপ্লে ও ব্যাটারি, Itel A60 হলো ৭ হাজার টাকার নিচে এক অসাধারণ পছন্দ। 6.6 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 2 GB RAM এবং 32 GB স্টোরেজ, Android 12 Go Edition, এই ফোনটি সাধারণ ব্যবহার যেমন Facebook, YouTube, WhatsApp এর জন্য একদম পারফেক্ট। বেশি চাপ দেওয়া যাবে না এই মোবাইলে।

Lava Yuva 2 – স্মার্ট ডিজাইন ও ক্লিন সফটওয়্যার, Lava Yuva 2 হচ্ছে সম্পূর্ণ রূপে ভারতীয় ব্র্যান্ডের একটি বাজেট ফোন, যা দিচ্ছে ভালো স্পেসিফিকেশন কম দামে। Unisoc Octa core প্রসেসর, Android 12, 5000mAh ব্যাটারি, সুন্দর প্রিমিয়াম লুক।

আরও পড়ুন:- Air India দিচ্ছে দুর্দান্ত অফার! মাত্র 1300 টাকায় ফ্লাইটের টিকিট! কীভাবে পাবেন? জানুন

Jio Bharat V2 – ফিচার ফোনের দামে সেরা স্মার্টফোন সুবিধা, Jio Bharat V2 মূলত একটি স্মার্ট ফিচার ফোন, কিন্তু এতে আছে Jio Pay, Jio Cinema এবং UPI সার্ভিস সাপোর্ট। যারা শুধু কল, UPI ও মিডিয়া ব্যবহারের জন্য ফোন চান বা প্রবীণ ব্যক্তি বা প্রথম স্মার্টফোন ব্যবহারকারী এর মূল্য আনুমানিক 1,299 Jio Sim সহ।

Xiaomi Redmi A1 – বাজেট ফোনে নির্ভর যোগ্যতা Redmi A1 বাজেট সেগমেন্টে খুবই জনপ্রিয় একটি ফোন, যার পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ প্রশংসনীয়। 2 GB RAM ও 32 GB ROM, Android Go, Helio A22 প্রসেসর, 5000mAh ব্যাটারি, এই ফোনটি যারা Redmi ফোনের প্রতি আস্থা রাখেন, তাদের জন্য দারুণ এক চয়েস।

Realme Narzo 50i Prime – পারফরম্যান্সে চমক Realme এর এই ফোনটি কমদামে ভালো পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের কারণে ট্রেন্ডে আছে। Unisoc T612 প্রসেসর, 5000mAh ব্যাটারি, 2GB/3GB RAM অপশন, Light weight এবং Compact ডিজাইন, ৭ হাজার টাকার নিচে মোবাইল কেনার আগে যা দেখে নেবেন RAM ও স্টোরেজ যেন ন্যূনতম 2 GB ও 32 GB হয়, Android Go সংস্করণ থাকলে ভালো, ব্যাটারি 4000mAh বা তার বেশি হওয়া উচিত, স্থানীয় দোকান ছাড়াও Flipkart, Amazon এর অফার গুলো দেখে নিতে ভুলবেন না।

২০২৫ সালে ৭ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে বেশ কিছু সেরা স্মার্টফোন, যা সাধারণ ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে সক্ষম। আপনার প্রয়োজন, বাজেট ও ব্যবহারের ধরন বুঝে ফোন বাছাই করুন, যাতে বিনিয়োগ হয় সঠিক জায়গায়।
সাশ্রয়ী দামে ভালো পারফরম্যান্স চাইলেই উপরের সেরা স্মার্টফোন গুলোর যে কোনো একটি আপনার জন্য সেরা চয়েস হতে পারে।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন