Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) এবং পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)-এর ফলাফল। এই ফলাফল প্রকাশের পর চমকপ্রদ তথ্য সামনে এসেছে—বেশ কিছু ছাত্রছাত্রীর নম্বর উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে, যার প্রভাব পড়েছে চূড়ান্ত ফলাফল ও মেধাতালিকাতেও।
আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন
স্ক্রুটিনি ও রিভিউ কী?
স্ক্রুটিনি হল যেখানে উত্তরপত্র পুনরায় গণনা করে দেখা হয় নম্বর ঠিকভাবে দেওয়া হয়েছে কি না, আর রিভিউতে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক উত্তরগুলি পুনর্মূল্যায়ন করে দেখেন। বহু পড়ুয়া যারা তাদের ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তারা PPS এবং PPR-এর জন্য আবেদন করেছিলেন।
ফলাফল বিশ্লেষণ: কাদের কত নম্বর বেড়েছে?
এই বছর PPS ও PPR-এর মাধ্যমে বহু ছাত্রছাত্রীর নম্বর বেড়ে গিয়েছে। WBCHSE-এর পরিসংখ্যান অনুযায়ী, নিচের টেবিলে দেখা যাচ্ছে বিভিন্ন রেঞ্জে কতজন পরীক্ষার্থীর নম্বর বৃদ্ধি পেয়েছে:
নম্বর বৃদ্ধির পরিমাণ | পরীক্ষার্থীর সংখ্যা |
---|---|
১ থেকে ২০ নম্বর | ৯৮ জন |
২১ থেকে ৩০ নম্বর | ১২ জন |
৩১-এর বেশি নম্বর | ২০ জন |
মোট নম্বর বেড়েছে | ২,৬৮৯ জন |