Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তৃণমূলে যোগদানের দিনই প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে দলের সদ্য প্রাক্তন সাংসদের করা অভিযোগ নস্যাৎ করে বলেন, “‘আমাকে আক্রমণ করেই তৃণমূলের রোজনামচা চলছে ৷ তাই বুঝি আমি সঠিক পথে আছি ৷”
জন বার্লার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শুভেন্দুর :-
এই প্রসঙ্গে শুভেন্দু এদিন বলেন, “চার বছরের মন্ত্রী, পাঁচ বছরের সাংসদ ছিলেন উনি। এখন হঠাৎ বলছেন, আমি ওঁর প্রকল্প আটকে দিয়েছি ? এটা ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ । আমি আমার আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠিয়েছি । নয়তো আমি দেওয়ানি ও ফৌজদারি মামলা করব ।”
কী কী দাবি করা হয়েছে নোটিশে :-
নোটিশে তিনটি মূল দাবি জানানো হয়েছে ৷ আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে ও প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে । এই ক্ষমাপ্রার্থনা ইংরেজি ও বাংলা সংবাদপত্র এবং সংশ্লিষ্ট মিডিয়া চ্যানেলে প্রকাশ করতে হবে । ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও মানহানিকর বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য না-করার প্রতিশ্রুতি দিতে হবে । এই দাবিগুলি পূরণ না-হলে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপে যেতে বাধ্য হবেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন শুভেন্দু ৷
জন বার্লাকে দেওয়া শুভেন্দুর আইনি নোটিশ
তৃণমূল নেতাদের বাড়িতেই থাকতেন জন বার্লা :-
গতকাল (বৃহস্পতিবার) কোলাঘাটে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল এবং প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী । এই প্রসঙ্গে তিনি জানান, আইপ্যাক তাঁর বিরুদ্ধে ‘স্ক্রিপ্ট’ লিখে কাজ করছে ৷ কারণ তিনি একমাত্র নেতা যিনি রাস্তায় নেমে সরকার বিরোধী লড়াই করছেন । এরপরই তাঁর সংযোজন, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন । তার আগে জন বার্লা দলে যোগ দিলেন কি না, এটা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা হয় বিভ্রান্ত, নয়তো ইচ্ছাকৃত নাটক করছেন । উনি তো বিগত এক বছর ধরেই ওদের (তৃণমূল) দলেই রয়েছেন । তাই এবার দেখা গেল বলে সেটা তো যোগদান নয় । এটা একটা স্ক্রিপ্ট ।”
বিরোধীদের কাছে শুভেন্দুই মূল টার্গেট :-
বিজেপি নেতার আরও বক্তব্য, “আসলে এটা আইপ্যাকের লেখা একটা স্ক্রিপ্ট ৷ যতবার সিপিএম, বিজেপি থেকে কেউ ওদের দলে যোগদান করে, তখনই তাঁরা আমার দল, আমাদের নেতাদের আক্রমণ করেন ৷ আসলে তাঁরা আমাকেই বারবার নিশানা করেন ৷ আমিই একমাত্র ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাঁকে পরাজিত করেছিলাম, তাই আমিই ওদের মূল টার্গেট। আমি রাস্তায় নেমে প্রতিদিন এই সরকারের বিরুদ্ধে লড়ছি। শুধুই প্রতিবাদে থাকি না, কাজও করি। তাই এখন আইপ্যাক আমার বিরুদ্ধে এই স্ক্রিপ্ট লিখে তাকে ধরিয়ে দিয়েছে।”
বিজেপির অন্দরের অসন্তোষের অভিযোগ জন বার্লার :-
বৃহস্পতিবার জন বার্লা তৃণমূলে যোগদানের মঞ্চে উঠে অভিযোগ করেছিলেন, চা-বাগানে হাসপাতাল তৈরির মতো প্রকল্প তিনি চালু করতে চেয়েছিলেন, কিন্তু মন্ত্রী হয়েও দলের ভিতর থেকে বাধা দেওয়ায় তা করতে পারেননি।
বিজেপিতে শুভেন্দু একাই :-
গতকাল জন বার্লা আলিপুরদুয়ারে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বলেন, “জনতা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছিল কাজ করার জন্য। কিন্তু নিজের দলের লোকেরাই তাতে বাধা দিয়েছে। যেখানে কাজই করতে পারব না, সেই দলে আমি কেন থাকব ?” এই প্রেক্ষিতে বিজেপির অন্দরের অসন্তোষ, চক্রান্ত ও দলবদলের ‘স্ক্রিপ্ট’-এর অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “যাঁরা নাটক করতে আসছেন, তাঁরা যেন না-ভোলেন যে এই মঞ্চে আমি এখনও আছি, এবং আমি একাই অনেক ।”
আরও পড়ুন:- কর্মশ্রী প্রকল্পে মজুরি বৃদ্ধি। কারা এই মজুরির সুবিধা পাবেন? জেনে নিন