Bangla News Dunia, Pallab : ফের করোনার (Covid-19) থাবা হংকং (Hong Kong), সিঙ্গাপুরে (Singapore)। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দাবি ব্লুমবার্গের রিপোর্টে। হংকংয়ে বিগত কয়েকদিনে ৩০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশনের (Centre for health Protection) সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যালবার্ট জানিয়েছন, দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। শহরের বিপুল জনসংখ্যা এবং ঘনবসতি দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। ৭০ লক্ষ বাসিন্দার বেশিরভাগেরই টিকা নেওয়া আছে। তারপরও করোনা ছড়িয়ে পড়ার কারণ বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন
অন্যদিকে, সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তা পৌঁছেছে ১৪ হাজার ২০০-তে। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ। প্রশাসন জানাচ্ছে, এখনও পর্যন্ত এমন প্রমাণ মেলেনি যে নতুন ভ্যারিয়্যান্ট বেশি সংক্রামক।
চিনে গত পাঁচ সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সংক্রমণ ছড়াচ্ছে কি না বুঝতে চিন সরকার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নমুনা করোনা পরীক্ষা করিয়ে থাকে। হংকং ও সিঙ্গাপুরে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে চিনের স্বাস্থ্য বিভাগ (Chinese health department) নমুনা পরীক্ষার হার দ্বিগুন করেছে। এপ্রিলে করোনার দাপাদাপির খবর মিলেছিল থাইল্যান্ড থেকেও।
তবে ভারতে এনিয়ে এখনও উদ্বেগের কোনও কারণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, দেশে এই মুহূর্তে করোনাজনিত কোনও বিপদ নেই। নতুন করে করোনার সংক্রমণের কোনও ঢেউ এদেশে আছড়ে পড়বে বলেও মনে করছে না প্রশাসন।