৯০ জন বাংলাদেশি পাকড়াও উত্তরপ্রদেশে, কী উদ্দেশ্যে ভারতে ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেআইনি ভাবে বসবাসের অভিযোগে ফের বাংলাদেশি পাকড়াও। এবার উত্তরপ্রদেশের মথুরা পুলিশের হাতে ধরা পড়লেন ৯০ জন বাংলাদেশি। বেআইনি ভাবে ভারতে বসবাসের অভিযোগে পাকড়াও করা হয়েছে। ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মথুরার এসএসপি শ্লোক কুমার।

পুলিশ সূত্রে খবর, খাজপুর গ্রামে ওই ৯০ জন বাংলাদেশিকে ধরা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ, ২৭ জন মহিলা ও ২৮ জন শিশু। ওই বাংলাদেশিরা ৩-৪ মাস আগে ভারতে এসেছিল বলে পুলিশের দাবি।

আরও পড়ুন:- গাজা থেকে ১০ লক্ষ প্যালেস্তাইনবাসীকে লিবিয়া পাঠানো হবে, কি পরিকল্পনা ট্রাম্পের? জানুন

সম্প্রতি দিল্লির আউচন্ডি এলাকা থেকে ১৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতরা ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই দিল্লির আউচন্ডি এলাকায় থাকতেন এবং কাছাকাছি শ্রমিক হিসেবে কাজ করতেন। যখন থেকে পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি জোরদার করেছে, তখন থেকেই তাঁরা সকলেই লুকিয়েছিলেন বলে দাবি। যদিও শেষ পর্যন্ত সকলেই ধরা পড়ে যায়। ধৃতদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।

  চলতি মাসের শুরুতে ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের রানাঘাট পুলিশ। দুই শিশু-সহ ১২ জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে। বেআইনি ভাবে তাঁরা ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশিরা ৩-৪ বছর আগে ভারতে ঢুকেছিলেন। তার পরে তাঁরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন। সূত্রের দাবি, ভারতীয় কয়েক জনের সাহায্যে ধৃতরা বেআইনি ভাবে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন:- আসল ভেবে ফেক থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করছেন না তো? কী ভাবে বুঝবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন