পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি ! জানুন সহজ উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এখন অনলাইনে বাড়িতে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার এর মাধ্যমে আবেদন (Income Certificate Online Apply West Bengal) করতে পারবেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন (Income Certificate Download WB) থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এখন পঞ্চায়েত অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করার দিন শেষ! ঝটপট দেখে নিন কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ও কিভাবে ডাউনলোড করবেন।

আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের

ইনকাম সার্টিফিকেট এর কাজ কি?

ইনকাম সার্টিফিকেট একটি সরকারি নথি। এর মাধ্যমে কোনো ব্যক্তি বা পরিবারের বার্ষিক আয় কত, তা সরকারি ভাবে নির্ধারণ করা থাকে সার্টিফিকেটে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ পেতে, শিক্ষা লোন বা কৃষি লোন, বয়স্ক ভাতা ইত্যাদিতে ইনকাম সার্টিফিকেট দরকার পরে।

ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস (Income Certificate Online Apply Documents List) লাগবে তা হলো –

  • ক) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো (JPG -100KB)।
  • খ) বসবাসের প্রমাণপত্র (PDF -2MB)।
  • গ) পরিচয় পত্র (PDF -2MB)।

উল্লেখিত নথি গুলোর মধ্যে দুটো নথি আপলোড করতে হবে – আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছবিসহ ঠিকানার সার্টিফিকেট (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য), প্যান কার্ড, পোস্ট অফিস ব্যাংকের ছবি যুক্ত বর্তমান পাসবই, ছবিযুক্ত পরিচয়পত্র (কেন্দ্রীয় সরকার/পিএসইউ অথবা রাজ্য সরকার/পিএসইউ-এর), MGNREGA কার্ড, সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক জারি করা ছবিযুক্ত পরিচয়পত্র (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য) ইত্যাদি ডকুমেন্টস।

গ্রাম পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকে আরও কি কি সার্টিফিকেট অনলাইন আবেদন করা যাবে?

গ্রাম পঞ্চায়েত দপ্তরে অফিশিয়াল ওয়েবসাইট থেকে, ইনকাম সার্টিফিকেট এর পাশাপাশি Residential, Character, Same Person, Distance, Caste Authentication এবং Unmarried সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলোই দরকার পরবে আবেদন করার জন্য।

আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন