Bangla News Dunia, বাপ্পাদিত্য:- খবর শুনে হতবাক সবাই ৷ এক তৃণমূল কর্মীর স্ত্রী’র প্রেমে মজেছেন বিজেপি নেতা ৷ শুধু প্রেমে পড়াই নয়, ঘর-সংসার ও সন্তানদের কথা ভুলে দু’জন নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন ৷ বিষয়টি জানতে পেরে শনিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বধূর স্বামী ৷ ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার দিনভর তোলপাড় চলল হরিশ্চন্দ্রপুর ৷ তবে এই ঘটনা নিয়ে এখনও কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া মেলেনি ৷
ঘটনাটি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কৈলাসনগর গ্রামের ঘটেছে ৷ ক’দিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান এই গ্রামের বধূ ৷ তাঁর স্বামী পেশায় টোটোচালক ৷ তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ৷ স্ত্রী’র কোনও খোঁজ না পেয়ে তাঁর নামে নিখোঁজের অভিযোগ দায়ের করেন ৷ কিন্তু শনিবারই তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কোথাও হারিয়ে যাননি ৷ তিনি স্থানীয় এক বিজেপি নেতার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছেন ৷
কথাটি প্রথমে শুনে বিশ্বাস করতে পারেননি তৃণমূল কর্মী ৷ এই পরিস্থিতিতে নাবালক ছেলেমেয়েকে নিয়ে তিনি কী করবেন, বুঝে উঠতে পারছেন না ৷ অগত্যা গোটা ঘটনা জানিয়ে তিনি এদিন হরিশ্চন্দ্রপুর থানায় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে স্ত্রী’কে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন ৷
আরও পড়ুন:- এই বোমা ১,০০০ পরমাণু বোমার সমান! ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ । বিস্তারিত জেনে নিন
দু’জনের প্রেম হল কীভাবে ?
স্থানীয়রা জানান, সোশাল মিডিয়ায় দু’জনের পরিচয় হয় ৷ বধূর বাড়ি থেকে 70 মিটার দূরে বিজেপির পার্টি অফিস ৷ ওই বিজেপি কর্মী সেখানে নিয়মিত আসতেন ৷ সম্ভবত, সেই সূত্রেই দু’জনের মধ্যে নিয়মিত দেখা হত ৷ কথাবার্তাও হত ৷ কিন্তু, দু’জন যে সবকিছু ভুলে বাড়ি থেকে পালিয়ে শিলিগুড়ি চলে যাবেন, সেটা ভাবতে পারেননি কেউ ৷
পলাতক বধূর স্বামীর বক্তব্য :
তৃণমূল কর্মীর বক্তব্য, “চারদিন ধরে বউয়ের কোনও সন্ধান পাচ্ছি না ৷ থানায় নিখোঁজ ডায়েরি করেছি ৷ আজ জানতে পারি, ও বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গিয়েছে ৷ ওদের মধ্যে সম্পর্কের কথা কোনওদিন জানতে পারিনি ৷ সব কিছু স্বাভাবিকই ছিল ৷ আমাদের বাড়ি থেকে 50 মিটার দূরে বিজেপির পার্টি অফিস ৷ ওই নেতা মাঝেমধ্যে সেখানে আসতেন ৷ আমার ধারণা, সেখান থেকেই দু’জনের প্রেম ৷”
তিনি আরও বলেন, “আমার ন’বছরের ছেলে আর পাঁচ বছরের মেয়ে আছে ৷ এখন কী করব বুঝে উঠতে পারছি না ৷ মা’কে ছাড়া ওরা থাকতে পারছে না ৷ আমি চাই, পুলিশ আমার বউকে উদ্ধার করে নিয়ে আসুক ৷ আমি ওই নেতার শাস্তির দাবি করছি ৷ আমি সক্রিয় তৃণমূল কর্মী ৷ একজন বিজেপি নেতা এমন কাজ করবে, ভাবতে পারছি না ৷ নেতা হয়ে এমন করলে সাধারণ মানুষ কী করবে ?”
পলাতক দু’জনের মায়ের বক্তব্য :
পলাতক বধূর মায়ের কথায়, “আজই শুনলাম, আমার মেয়ে অন্য পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে ৷ ছেলেমেয়ে নিয়ে জামাই বাড়িতে রয়েছে ৷ শুনেছি, যার সঙ্গে মেয়ে পালিয়েছে সে আবার বিজেপির নেতা ৷ ওদের মধ্যে কীভাবে সম্পর্ক হয়েছে আমরা জানি না ৷ ওরা নাকি এখন শিলিগুড়িতে আছে ৷ ওর দুটো ছেলেমেয়ে আছে ৷ ওদের কথাও কী একবার মনে এল না ? জামাইয়ের সঙ্গে মেয়ের কোনও ঝামেলা ছিল না ৷ দু’জনের সম্পর্ক ভালোই ছিল ৷ আমার মেয়ে যে এমন কাজ করবে, কোনওদিন ভাবিনি ৷”
বিজেপি কর্মীর মা বলেন, “এক বাড়িতে থাকলেও আমার ছেলে স্ত্রী নিয়ে আলাদা থাকে ৷ ওদের একটা দু’বছরের মেয়ে আছে ৷ ওরা আলাদা খায়, আমি আলাদা ৷ ছেলে এখন বাড়িতে নেই ৷ ও কাকে নিয়ে কোথায় গিয়েছে, বলতে পারব না ৷ আমি গোটা ঘটনা সঠিক জানি না ৷ তবে শুনেছি, আমার ছেলে শিউলি নামে একটি মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে ৷ সম্প্রতি বউয়ের সঙ্গে ওর একটু মন কষাকষি চলছিল ৷ আমার ছেলে বিজেপির নেতা ৷ আমরা সবাই বিজেপি করি ৷”
পুলিশের বক্তব্য :
ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার এক আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ দু’জনের সন্ধান পেতে খোঁজখবর চালানো হচ্ছে ৷ আশা করছি, দ্রুত দু’জনকেই উদ্ধার করা যাবে ৷”
আরও পড়ুন:- পৃথিবীজুড়ে খিদের যন্ত্রণা বেড়েই চলেছে, প্রকাশ্যে এসে পড়ল হাড় হিম করা সত্য