প্রায় একমাস ধরে বহু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন, কোন রুট জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চক্রধরপুর বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলওয়ের একাধিক ট্রেনের চলাচলে প্রভাব পড়তে চলেছে। গত বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন বাতিল, সংক্ষিপ্ত রুটে চলাচল ও রুট পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে। আগামী 20 মে থেকে 28 জুন পর্যন্ত বিভিন্ন তারিখে এই পরিবর্তন কার্যকর থাকবে বলে রেল সূত্রে খবর ।

একনজরে দেখে নিন বাতিল ট্রেন সমূহের তালিকা :-

  • 18005/18006 হাওড়া-জগদলপুর এক্সপ্রেস (যাওয়া-আসা) যাওয়া- 20 মে, 27 মে, 3 জুন, 10 জুন, 17 জুন, 24 জুন ৷ আসা- 22 মে, 29 মে, 5 জুন, 12 জুন, 19 জুন, 26 জুন বাতিল করা হয়েছে।
  • 18109/18110 টাটানগর–এনএসসি বোস ইটাওয়াহ এক্সপ্রেস- 21 মে, 24 মে, 28 মে, 31 মে, 4 জুন, 7 জুন, 11 জুন, 14 জুন, 18 জুন, 21 জুন, 25 জুন, 28 জুন বাতিল করা হয়েছে।
  • 12021/ 12022 হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস- 21 মে, 24 মে, 28 মে, 31 মে, 4 জুন, 7 জুন, 11 জুন, 14 জুন, 18 জুন, 21 জুন, 25 জুন, 28 জুন বাতিল করা হয়েছে।
  • 68003/68004 টাটানগর-গুয়াহাটি মেমু- 21 মে, 24 মে, 28 মে, 31 মে, 4 জুন, 7 জুন, 11 জুন, 14 জুন, 18 জুন, 21 জুন, 25 জুন, 28 জুন বাতিল করা হয়েছে।
  • 68043/68044 টাটানগর-রাউরকেলা মেমু- 21 মে, 24 মে, 28 মে, 31 মে, 4 জুন, 7 জুন, 11 জুন, 14 জুন, 18 জুন, 21 জুন, 25 জুন, 28 জুন বাতিল করা হয়েছে।
  • 18113 টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস- 21 মে, 4 জুন, 11 জুন, 18 জুন, 25 জুন বাতিল করা হয়েছে।
  • 18114 বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস- 22 মে, 5 জুন, 12 জুন, 19 জুন, 26 জুন বাতিল করা হয়েছে।

সংক্ষিপ্ত রুটে চলা ট্রেনসমূহ :-

  • 12871 হাওড়া-তিতলাগড় এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে টাটানগর পর্যন্ত যাবে ৷ 21 মে, 24 মে, 28 মে, 31 মে, 1 জুন, 4 জুন, 7 জুন, 11 জুন, 14 জুন, 18 জুন, 21 জুন, 25 জুন, 28 জুন ৷
  • 22862 কান্তাবানজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস সংক্ষিপ্ত হয়ে রাউরকেলা পর্যন্ত যাবে ৷ 21 মে, 24 মে, 28 মে, 31 মে, 4 জুন, 7 জুন, 11 জুন, 14 জুন, 18 জুন, 21 জুন, 25 জুন, 28 জুন ৷

রুট পরিবর্তিত ট্রেনসমূহ-

  • 18477 পুরী-যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস ৷ পরিবর্তিত রুট, কটক-সংবলপুর সিটি-ঝারসুগুডা রোড হয়ে 20 মে, 27 মে, 3 জুন, 10 জুন, 17 জুন, 24 জুন চলবে।
  • 18478 যোগনগরী-পুরী এক্সপ্রেস ৷ পরিবর্তিত রুট, ঝারসুগুডা রোড-সংবলপুর সিটি-কটক হয়ে 22 মে, 1 জুন, 8 জুন, 15 জুন, 22 জুন, 29 জুন চলবে।
  • 13228 আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস ৷ পরিবর্তিত রুট, কন্দ্রা-সিনি (টাটানগর পরিহার করে) 20 মে, 27 মে, 3 জুন, 10 জুন, 17 জুন, 24 জুন চলবে।
  • 13287 দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেস ৷ পরিবর্তিত রুট, সিনি-কন্দ্রা (টাটানগর পরিহার করে) 24 মে, 31 মে, 7 জুন, 14 জুন, 21 জুন, 28 জুন চলবে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেন যাত্রার আগে নিজেদের নির্ধারিত সময়সূচি ও স্টেশনভিত্তিক তথ্য জেনে নিতে অনুরোধ জানিয়েছে। এই উন্নয়নমূলক কাজ শেষ হলে রেল চলাচল আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে বলেও জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। প্রয়োজনীয় ক্ষেত্রে এই তারিখগুলোর উপর ভিত্তি করে ভ্রমণ পরিকল্পনা সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন:- পৃথিবীজুড়ে খিদের যন্ত্রণা বেড়েই চলেছে, প্রকাশ্যে এসে পড়ল হাড় হিম করা সত্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন