অকালেই চুলে পাক? ঘরে বসেই এই পেস্ট বানিয়ে ফেরান আসল রং

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মানসিক চাপ এবং বেহিসেবি জীবনযাত্রার কারণে অকালেই পাকে চুল। হেয়ার কালার ব্যবহার করে অনেকে চুল কালো করে। তবে রাসায়নিক চুলের ক্ষতি করতে পারে।

ঘরোয়া উপায়ে চুল কালো করুন। এজন্য হলুদ ব্যবহার করতে পারেন, প্যানে ১ চা চামচ সর্ষের তেলে ২ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। অল্প আঁচে গরম করুন।

আরও পড়ুন:- এই বোমা ১,০০০ পরমাণু বোমার সমান! ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ । বিস্তারিত জেনে নিন

এতে ২টি ভিটামিন ই ক্যাপসুল এবং অর্ধেক লেবুর রস দিন। পেস্ট তৈরি করে চুলে লাগান। 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন