Bangla News Dunia ,Pallab : সপ্তাহের শুরুতেই দুর্যোগের পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায় (Weather Update)। সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে বঙ্গে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন হবে না। তারপরের তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং জেলায়।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় সারা সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে। সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বুধবারও উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টি হতে পারে।