Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানের গুপ্তচরদের ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার এক মহিলা ইউটিউবার (YouTuber) জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। ‘ট্রাভেল উইথ জো’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তিনি। আর সেই ভিডিওগুলির মধ্যেই নিজের অজান্তে চরবৃত্তির (Spying) প্রমাণ দিয়ে ফেলেছেন জ্যোতি।
আরও পড়ুন:- বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কেন্দ্রের পুরস্কার পেলো কলকাতা, জানতে বিস্তারিত পড়ুন
তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। সেই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর। গত ১৩ মে দানিশকে ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করেছে ভারত সরকার। আর এই দানিশের আমন্ত্রণেই গত বছর পাক হাই কমিশনের ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে নিজের স্ত্রীর সঙ্গে জ্যোতিকে পরিচয়ও করিয়ে দেন দানিশ। এনিয়ে একটি ভিডিও রয়েছে জ্যোতির ইউটিউব চ্যানেলে। যা দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের।
আরও পড়ুন:- পৃথিবীজুড়ে খিদের যন্ত্রণা বেড়েই চলেছে, প্রকাশ্যে এসে পড়ল হাড় হিম করা সত্য
এই দানিশের বিরুদ্ধেই জ্যোতিকে পাক গুপ্তচর সংস্থার আরও আধিকারিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে বিভিন্ন গোপন তথ্য পাচার করতেন জ্যোতি। শাকির ওরফে রানা শাহবাজ নামে আরও এক পাক এজেন্টের নম্বরও ‘জাঠ রানধাওয়া’ নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে। তদন্তে জানা গিয়েছে, দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে দানিশের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন জ্যোতি। তাঁর ইউটিউব চ্যানেলে পাকিস্তান সফরের একাধিক ভিডিও রয়েছে। ইউটিউব চ্যানেলে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৭৭ হাজার। এমনকি ইনস্টাগ্রামেও ১ লক্ষ ৩২ হাজার ফলোয়ার রয়েছে জ্যোতির। শনিবার গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন তিনি।
আরও পড়ুন:- এই বোমা ১,০০০ পরমাণু বোমার সমান! ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ । বিস্তারিত জেনে নিন