Bangla News Dunia, Pallab : ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটাই প্রশ্ন—”কবে থেকে শুরু হবে কলেজে অনার্স ও জেনারেল কোর্সে ভর্তির প্রক্রিয়া?” এবারেও রাজ্য সরকার কলেজে অনলাইন ভিত্তিক ভর্তির সিদ্ধান্ত নিয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা যাচ্ছে।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের
WB কলেজ ভর্তি ২০২৫: প্রধান তারিখ ও সময়সূচি (Tentative)
- ফর্ম ফিলআপ শুরু: জুন মাসের দ্বিতীয় সপ্তাহ (সম্ভাব্য)
- ফর্ম ফিলআপ শেষ তারিখ: জুনের শেষ সপ্তাহ
- প্রথম মেরিট লিস্ট প্রকাশ: জুলাইয়ের প্রথম সপ্তাহ
- ভর্তি প্রক্রিয়ার শেষ তারিখ: জুলাইয়ের শেষ সপ্তাহ
উল্লেখ্য, চূড়ান্ত তারিখগুলি উচ্চমাধ্যমিক ফল প্রকাশের পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। সেজন্য নিয়মিতভাবে কলেজ ওয়েবসাইট ও WB Higher Education Portal দেখে নেওয়া অত্যন্ত জরুরি।
ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে?
- প্রথমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
- HS (উচ্চমাধ্যমিক) নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
- মেরিট লিস্টে নাম উঠলে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
কোনো ভর্তি পরীক্ষা (Admission Test) সাধারণত অনার্স কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সাবজেক্টে নেওয়া হয়, যেমন English Honours বা Journalism ইত্যাদি। বাকিদের জন্য শুধুমাত্র HS নম্বরই বিবেচ্য হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
- উচ্চমাধ্যমিক মার্কশিট ও অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক সার্টিফিকেট
- স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ফটো
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC যদি প্রযোজ্য হয়)
- আবাসিক প্রমাণপত্র (Aadhaar, Voter ID)
- মাইগ্রেশন সার্টিফিকেট (অন্য বোর্ড থেকে এলে)